Ajker Patrika

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় ১০ দিন পর থানায় মামলা করা হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

ওসি জানান, মারামারির ঘটনায় গত ৬ মার্চ থানায় মামলা করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর বাদী হয়ে বিএনপির নেতা আবিবুল বারী আয়হানকে প্রধান করে ১১ ব্যক্তির নামে এই মামলা করেন। এ ছাড়া ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টে যুক্তরাজ্য বিএনপির নেতা এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়।

এ সময় পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বহিষ্কৃত নেতা আক্তার হোসেন সমর্থিত হিসেবে পরিচিত বিএনপির নেতা আবিবুল বারী আয়হান গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়ছর সমর্থিত চার নেতা আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত