Ajker Patrika

ক্যারম খেলা নিয়ে যুবক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯: ০৯
ক্যারম খেলা নিয়ে যুবক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ক্যারম খেলা নিয়ে জামাল উদ্দিন নামের এক যুবক হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক ঝলক রায় এই রায় ঘোষণা করেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবীর রোমেন। 

দণ্ড পাওয়া আসামিরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া, নুরুল হক, আনর আলী, আফতাব, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মংলা মিয়া ও হেলাল মিয়া পলাতক রয়েছেন। 

মামলার এজাহার থেকে জানা গেছে, বাজিতপুর গ্রামে সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলীর ভুসিমালের দোকান ছিল। ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে মাসুকের কাছে ক্যারম খেলার জন্য বোর্ডের ঘুঁটি চান হুশিয়ার, ঘুঁটি না দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বিকেল ৫টার দিকে হুশিয়ার ও তাঁর সহযোগীরা দলবদ্ধ হয়ে মাসুক ও তাঁর স্বজনদের ওপর হামলা চালায়। 

হামলার সময় মাসুকের ভাতিজা জামাল উদ্দিনকে আসামিরা বুকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে জামাল মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন বলে এজাহার থেকে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত