প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ (সিলেট)

করোনাকালীন সময় কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ রোববার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আনন্দ উচ্ছ্বাসে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও পাঠদানের জন্য নেই শ্রেণি কক্ষ ও বসার সরঞ্জাম। তাই বাধ্য হয়ে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আকাশের নিচে ক্লাস করেছে শাল্লা উপজেলার শাহ আরফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে তাদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে উপস্থিত শিক্ষার্থীরা। তবে আজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। গত বছর বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হলেও কাজের ধীর গতি থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ শিক্ষকদের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর করোনাকালীন সময়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই কাজের ধীর গতি রয়েছে। তাই এখনো পর্যন্ত বিদ্যালয়ের বেজ তৈরি করতে পারেনি ঠিকাদার। যার ফলে দীর্ঘ ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলা হলেও শিক্ষার্থীদের ক্লাসের জন্য কোনো কক্ষ নেই।
সরেজমিনে শাহ আরফিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনে একটি চেয়ারে শিক্ষকেরা বসে রয়েছেন।
দাঁড়িয়ে থাকার বিষয়টি জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী মজুমদার বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলছে। কোনো কক্ষ না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে অবগত করেছি। পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ে থাকা আগের বেঞ্চগুলো পাশের একটি বাড়িতে রাখা হয়েছে। তবে দেড় বছর পর বিদ্যালয় খোলার নির্দেশ দেওয়ার পরপরই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠদানের বিষয়টি জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের জন্য পাঠদানের ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ জানান, গত দুই সপ্তাহ আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়েছে পাশে থাকা লোকনাথ মন্দিরের ছায়া ঘরে ক্লাস নেওয়ার কথা। তবে এখানে ক্লাস না নিয়ে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে ক্লাস নেওয়ার বিষয়টি দুঃখজনক।

করোনাকালীন সময় কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ রোববার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আনন্দ উচ্ছ্বাসে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও পাঠদানের জন্য নেই শ্রেণি কক্ষ ও বসার সরঞ্জাম। তাই বাধ্য হয়ে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আকাশের নিচে ক্লাস করেছে শাল্লা উপজেলার শাহ আরফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে তাদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে উপস্থিত শিক্ষার্থীরা। তবে আজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। গত বছর বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হলেও কাজের ধীর গতি থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ শিক্ষকদের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর করোনাকালীন সময়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই কাজের ধীর গতি রয়েছে। তাই এখনো পর্যন্ত বিদ্যালয়ের বেজ তৈরি করতে পারেনি ঠিকাদার। যার ফলে দীর্ঘ ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলা হলেও শিক্ষার্থীদের ক্লাসের জন্য কোনো কক্ষ নেই।
সরেজমিনে শাহ আরফিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনে একটি চেয়ারে শিক্ষকেরা বসে রয়েছেন।
দাঁড়িয়ে থাকার বিষয়টি জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী মজুমদার বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলছে। কোনো কক্ষ না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে অবগত করেছি। পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ে থাকা আগের বেঞ্চগুলো পাশের একটি বাড়িতে রাখা হয়েছে। তবে দেড় বছর পর বিদ্যালয় খোলার নির্দেশ দেওয়ার পরপরই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠদানের বিষয়টি জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের জন্য পাঠদানের ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ জানান, গত দুই সপ্তাহ আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়েছে পাশে থাকা লোকনাথ মন্দিরের ছায়া ঘরে ক্লাস নেওয়ার কথা। তবে এখানে ক্লাস না নিয়ে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে ক্লাস নেওয়ার বিষয়টি দুঃখজনক।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে