সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা মারেন। এর জেরে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালান এবং ওই হেলপারকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় রোববার বিকেলে পরিবহনশ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও ধর্মঘট অব্যাহত থাকে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুবিপ্রবির শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। এ অবস্থায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকনেতারা জানান, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো রুটেই যান চলবে না।
ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ টার্মিনালে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ। বিশেষ করে বৃষ্টির মধ্যে নারী-শিশুদের ভোগান্তি আরও প্রকট হয়েছে।
সুবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, হেলপার মাদকাসক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন, এ থেকেই ঘটনাটি ঘটে।
জেলা শ্রমিকনেতা ইজাজুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা মারেন। এর জেরে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালান এবং ওই হেলপারকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় রোববার বিকেলে পরিবহনশ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও ধর্মঘট অব্যাহত থাকে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুবিপ্রবির শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। এ অবস্থায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকনেতারা জানান, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো রুটেই যান চলবে না।
ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ টার্মিনালে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ। বিশেষ করে বৃষ্টির মধ্যে নারী-শিশুদের ভোগান্তি আরও প্রকট হয়েছে।
সুবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, হেলপার মাদকাসক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন, এ থেকেই ঘটনাটি ঘটে।
জেলা শ্রমিকনেতা ইজাজুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে