সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা মারেন। এর জেরে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালান এবং ওই হেলপারকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় রোববার বিকেলে পরিবহনশ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও ধর্মঘট অব্যাহত থাকে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুবিপ্রবির শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। এ অবস্থায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকনেতারা জানান, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো রুটেই যান চলবে না।
ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ টার্মিনালে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ। বিশেষ করে বৃষ্টির মধ্যে নারী-শিশুদের ভোগান্তি আরও প্রকট হয়েছে।
সুবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, হেলপার মাদকাসক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন, এ থেকেই ঘটনাটি ঘটে।
জেলা শ্রমিকনেতা ইজাজুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা মারেন। এর জেরে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালান এবং ওই হেলপারকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় রোববার বিকেলে পরিবহনশ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও ধর্মঘট অব্যাহত থাকে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুবিপ্রবির শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। এ অবস্থায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকনেতারা জানান, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো রুটেই যান চলবে না।
ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ টার্মিনালে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ। বিশেষ করে বৃষ্টির মধ্যে নারী-শিশুদের ভোগান্তি আরও প্রকট হয়েছে।
সুবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, হেলপার মাদকাসক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন, এ থেকেই ঘটনাটি ঘটে।
জেলা শ্রমিকনেতা ইজাজুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৪ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে