সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির অভিযোগ দুটি করেন।
অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তাঁর ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘আমি সশরীরে উপস্থিত হয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করে চেয়ারম্যান জানিয়েছেন তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে।’
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক খায়রুল হক বলেন, ‘অভিযোগের কোনো কাগজপত্র হাতে পায়নি। প্রধান কার্যালয় থেকে তদন্তের সিদ্ধান্ত আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির অভিযোগ দুটি করেন।
অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তাঁর ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘আমি সশরীরে উপস্থিত হয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করে চেয়ারম্যান জানিয়েছেন তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে।’
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক খায়রুল হক বলেন, ‘অভিযোগের কোনো কাগজপত্র হাতে পায়নি। প্রধান কার্যালয় থেকে তদন্তের সিদ্ধান্ত আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১১ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৩৫ মিনিট আগে