কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখতে পাশের বাড়িতে গেছেন পরিবারের সবাই। এরই মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। মুহূর্তেই ছাই হয়ে যায় টিনশেডের তিনটি ঘর। গতকাল রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ীর আব্দুস সোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করে। এ সময় ওই পরিবারকে ৬০ কেজি চাল, দুটি শাড়ি, দুটি লুঙ্গি, গামছা ও ১০টি কম্বল প্রদান করা হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় ছাপরাঘর নির্মাণের কাজ চলছে।
স্থানীরা জানান, গত রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাশের বাড়িতে যান কৃষক আব্দুস সোবহানের পরিবারের সবাই। আনুমানিক রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে তাঁর বাড়িতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি টিনশেড ঘরে। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে তিনটি ঘর ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুস সোবহান বলেন, ‘আমার আর কিছুই থাইকল না। কাপড়চোপড় সব পুইড়ে গেছে। থাকার জায়গাও নাই আর। এই ঠান্ডার মধ্যে কী করমু এহন!’
এ ব্যাপারে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘বাড়িতে কেউ ছিল না। সবাই ফুটবল খেলা দেখতে অন্য বাড়িতে গিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সোবহানকে ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।’
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়জন সদস্য পরনের একটা কাপড় ছাড়া কিছুই ছিল না তাদের। আমরা সহায়তা করেছি। ডিসি স্যার বাড়ি নির্মাণের জন্য টিন প্রদানসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখতে পাশের বাড়িতে গেছেন পরিবারের সবাই। এরই মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। মুহূর্তেই ছাই হয়ে যায় টিনশেডের তিনটি ঘর। গতকাল রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ীর আব্দুস সোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করে। এ সময় ওই পরিবারকে ৬০ কেজি চাল, দুটি শাড়ি, দুটি লুঙ্গি, গামছা ও ১০টি কম্বল প্রদান করা হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় ছাপরাঘর নির্মাণের কাজ চলছে।
স্থানীরা জানান, গত রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাশের বাড়িতে যান কৃষক আব্দুস সোবহানের পরিবারের সবাই। আনুমানিক রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে তাঁর বাড়িতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি টিনশেড ঘরে। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে তিনটি ঘর ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুস সোবহান বলেন, ‘আমার আর কিছুই থাইকল না। কাপড়চোপড় সব পুইড়ে গেছে। থাকার জায়গাও নাই আর। এই ঠান্ডার মধ্যে কী করমু এহন!’
এ ব্যাপারে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘বাড়িতে কেউ ছিল না। সবাই ফুটবল খেলা দেখতে অন্য বাড়িতে গিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সোবহানকে ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।’
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়জন সদস্য পরনের একটা কাপড় ছাড়া কিছুই ছিল না তাদের। আমরা সহায়তা করেছি। ডিসি স্যার বাড়ি নির্মাণের জন্য টিন প্রদানসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’

নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ মিনিট আগে
দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ, এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে।
১৬ মিনিট আগে
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এর মধ্য আটদিন পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
১ ঘণ্টা আগে
‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১ ঘণ্টা আগে