সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুন নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু শাহীন (৫২), তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের বড় ভাইয়ের স্ত্রী আলেয়া খাতুন বাড়ির পার্শ্ববর্তী সুলতানের ঘরের বারান্দার সঙ্গে বাঁশের বেড়া দেয়।
দুপুরে আব্দুল বাসেদ নদী থেকে গোসল করে বাড়ি ফিরে এসে বাঁশের বেড়া দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় আসামি আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুন ঘটনাস্থলে ছুটে আসলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে আবু শাহীনের হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদের গলায় আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুন নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু শাহীন (৫২), তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের বড় ভাইয়ের স্ত্রী আলেয়া খাতুন বাড়ির পার্শ্ববর্তী সুলতানের ঘরের বারান্দার সঙ্গে বাঁশের বেড়া দেয়।
দুপুরে আব্দুল বাসেদ নদী থেকে গোসল করে বাড়ি ফিরে এসে বাঁশের বেড়া দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় আসামি আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুন ঘটনাস্থলে ছুটে আসলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে আবু শাহীনের হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদের গলায় আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
২ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৩২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩৫ মিনিট আগে