সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে এক কলেজশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের সভাপতি ও পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে কলেজের এক সহকারী অধ্যাপক লিখিত আকারে থানায় অভিযোগ করেছেন। এটি যেহেতু প্রাণনাশের হুমকির ঘটনা, তাই প্রাথমিক অনুসন্ধান করতে হবে। অভিযোগটি নন এফআইআর এ জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ব্যক্তিরা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, শামীম হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), দাতাসদস্য কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আল মামুন অভিযোগে জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি টানানোকে কেন্দ্র করে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, কলেজের শিক্ষক শামীম হোসেন, শিক্ষক কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
তারা আমাকে কলেজ বা রাস্তাঘাটে যেখানে সুযোগ মতো পাবে সেখানে মারবে। প্রাণনাশ করবে–চাকরিচ্যুত করবে। কলেজে আসতে দেবে না। আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে বিবাদীরা গত ২২ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষের অফিসকক্ষে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি–ধামকির কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি জান–মালের ক্ষতির আশঙ্কা করছি। বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও কয়েকজন অবৈধ শিক্ষক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি গতকাল বুধবার রাতে লিখিত আকারে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে বেলকুচি মডেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মোবাইল ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরেক অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগটি ভুয়া। সে দুই বছর হলো অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। বিভিন্ন দপ্তরে ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে। সংসদ সদস্যর কাছ থেকে বিশেষ সুবিধা নিতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অধ্যাপক মো. আল মামুনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ জন্য তিনি ক্ষুব্ধ হন।’

সিরাজগঞ্জে এক কলেজশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের সভাপতি ও পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে কলেজের এক সহকারী অধ্যাপক লিখিত আকারে থানায় অভিযোগ করেছেন। এটি যেহেতু প্রাণনাশের হুমকির ঘটনা, তাই প্রাথমিক অনুসন্ধান করতে হবে। অভিযোগটি নন এফআইআর এ জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ব্যক্তিরা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, শামীম হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), দাতাসদস্য কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আল মামুন অভিযোগে জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি টানানোকে কেন্দ্র করে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, কলেজের শিক্ষক শামীম হোসেন, শিক্ষক কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
তারা আমাকে কলেজ বা রাস্তাঘাটে যেখানে সুযোগ মতো পাবে সেখানে মারবে। প্রাণনাশ করবে–চাকরিচ্যুত করবে। কলেজে আসতে দেবে না। আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে বিবাদীরা গত ২২ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষের অফিসকক্ষে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি–ধামকির কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি জান–মালের ক্ষতির আশঙ্কা করছি। বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও কয়েকজন অবৈধ শিক্ষক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি গতকাল বুধবার রাতে লিখিত আকারে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে বেলকুচি মডেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মোবাইল ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরেক অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগটি ভুয়া। সে দুই বছর হলো অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। বিভিন্ন দপ্তরে ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে। সংসদ সদস্যর কাছ থেকে বিশেষ সুবিধা নিতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অধ্যাপক মো. আল মামুনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ জন্য তিনি ক্ষুব্ধ হন।’

মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে