সিরাজগঞ্জ থেকে রিমন রহমান

শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি করা শিক্ষক রায়হান শরীফের কাছে অস্ত্র থাকার বিষয়টি অধ্যক্ষকে বারবার জানিয়েছিলেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আজ মঙ্গলবার মেডিকেল কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো শিক্ষার্থী নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষে আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে এসে তাঁদের ভয় দেখাতেন। কখনো কখনো গুলি না ঢুকিয়ে তাঁদের দিকে পিস্তলের ট্রিগার টানতেন। লিখিত অভিযোগ না দিলেও তাঁরা রায়হান শরীফের এ ধরনের কর্মকাণ্ডের কথা অধ্যক্ষকে মৌখিকভাবে জানিয়েছিলেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ক্লাসে তিনি তিন ঘণ্টা পার করে দিতেন। এই ক্লাসে পড়াশোনার চেয়ে তিনি গল্পগুজবই বেশি করতেন। কেউ অমনোযোগী হলে পিস্তল বের করতেন। কখনো কখনো পিস্তলের ভয় দেখিয়ে জোর করে মুড়ি খাওয়াতেন, আবার কখনো ফ্লাস্ক ভরে চা নিয়ে যেতে বাধ্য করতেন তাঁর ঘনিষ্ঠ এক তরুণীর কাছে। কথা না শুনলে এই শিক্ষক নম্বর কম দিতেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্লাসে তো বটেই, শিক্ষকদের গল্প আড্ডার মাঝেও রায়হান শরীফ নিজের অবৈধ পিস্তলটি বের করে সামনে রাখতেন। কলেজের সবাই বিষয়টি অবগত থাকলেও চুপ ছিলেন অধ্যক্ষ। তিনি এই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি।
তবে অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকার কাছে দাবি করেছেন, সাধারণ শিক্ষার্থীরা লিখিত বা মৌখিক কোনোভাবেই তাঁকে এ বিষয়ে কিছু জানাননি। তবে এই শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডের কথা তিনি শুনতে পেয়েছিলেন। এ জন্য তাঁকে বদলির চেষ্টা করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁকে এখান থেকে বদলি করা হয়নি।
অবশ্য অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানাননি বলে জানিয়েছেন ছাত্রকে গুলি করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জিদ খুরশীদ রিয়াজ। আজ মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বায়জিদ খুরশীদ বলেন, রায়হান শরীফের এ ধরনের আচরণের কথা কলেজের অধ্যক্ষ আগে ঊর্ধ্বতন কাউকে লিখিত বা মৌখিকভাবে জানাননি। তাঁরা তদন্ত শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আশা করছেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে কিছু না জানানোর ব্যাপারে বায়জীদ খুরশীদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘আমি ওভার ফোনে জানিয়েছি। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সে জন্য তিনি এমন বক্তব্য দিয়েছেন।’

শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি করা শিক্ষক রায়হান শরীফের কাছে অস্ত্র থাকার বিষয়টি অধ্যক্ষকে বারবার জানিয়েছিলেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আজ মঙ্গলবার মেডিকেল কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো শিক্ষার্থী নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষে আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে এসে তাঁদের ভয় দেখাতেন। কখনো কখনো গুলি না ঢুকিয়ে তাঁদের দিকে পিস্তলের ট্রিগার টানতেন। লিখিত অভিযোগ না দিলেও তাঁরা রায়হান শরীফের এ ধরনের কর্মকাণ্ডের কথা অধ্যক্ষকে মৌখিকভাবে জানিয়েছিলেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ক্লাসে তিনি তিন ঘণ্টা পার করে দিতেন। এই ক্লাসে পড়াশোনার চেয়ে তিনি গল্পগুজবই বেশি করতেন। কেউ অমনোযোগী হলে পিস্তল বের করতেন। কখনো কখনো পিস্তলের ভয় দেখিয়ে জোর করে মুড়ি খাওয়াতেন, আবার কখনো ফ্লাস্ক ভরে চা নিয়ে যেতে বাধ্য করতেন তাঁর ঘনিষ্ঠ এক তরুণীর কাছে। কথা না শুনলে এই শিক্ষক নম্বর কম দিতেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্লাসে তো বটেই, শিক্ষকদের গল্প আড্ডার মাঝেও রায়হান শরীফ নিজের অবৈধ পিস্তলটি বের করে সামনে রাখতেন। কলেজের সবাই বিষয়টি অবগত থাকলেও চুপ ছিলেন অধ্যক্ষ। তিনি এই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি।
তবে অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকার কাছে দাবি করেছেন, সাধারণ শিক্ষার্থীরা লিখিত বা মৌখিক কোনোভাবেই তাঁকে এ বিষয়ে কিছু জানাননি। তবে এই শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডের কথা তিনি শুনতে পেয়েছিলেন। এ জন্য তাঁকে বদলির চেষ্টা করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁকে এখান থেকে বদলি করা হয়নি।
অবশ্য অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানাননি বলে জানিয়েছেন ছাত্রকে গুলি করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জিদ খুরশীদ রিয়াজ। আজ মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বায়জিদ খুরশীদ বলেন, রায়হান শরীফের এ ধরনের আচরণের কথা কলেজের অধ্যক্ষ আগে ঊর্ধ্বতন কাউকে লিখিত বা মৌখিকভাবে জানাননি। তাঁরা তদন্ত শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আশা করছেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে কিছু না জানানোর ব্যাপারে বায়জীদ খুরশীদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘আমি ওভার ফোনে জানিয়েছি। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সে জন্য তিনি এমন বক্তব্য দিয়েছেন।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৭ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৭ ঘণ্টা আগে