Ajker Patrika

বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  
বেলকুচিতে বেসরকারি হাসপাতাল অভিযান চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
বেলকুচিতে বেসরকারি হাসপাতাল অভিযান চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

আজ রোববার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বেলকুচি পৌর চালা এলাকায় ঢাকা জেনারেল হাসপাতালে ১ লাখ টাকা, মুকুন্দগাঁতী এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে সিভিল সার্ভিস অফিসের চিকিৎসক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, এনএসআই-এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও সিনিয়র অডিট অফিসার আব্দুর কাইয়ুম, উপপরিচালক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া জানান, পরীক্ষার ফি বেশি রাখা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও স্যালাইন পাওয়া, ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তাঁরা আরও জানান, অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত