তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে টহলরত পুলিশের ওপর ইটপাটকলে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ট্রাকযোগে দুষ্কৃতকারীরা পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের আরেকটি টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সামনের অংশের বাম্পার, হেডলাইটসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে আহত এসআই মো. আলমগীর হোসেন ও মো. শাহ আলমকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
সূত্র জানায়, ট্রাক নিয়ে পাঁচ থেকে সাতজনের একদল দুষ্কৃতকারী গভীর রাতে তাড়াশ উপজলার নওগাঁ হাটে প্রবেশ করে। সেখানে বাজারে দায়িত্বরত লোকজনের সন্দেহ হলে তাঁরা স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা জোটবদ্ধ হয়ে ট্রাকে অবস্থানরত লোকজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তাঁদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে মাজার রোড ধরে ট্রাক নিয়ে দ্রুত খালকুলা হাইওয়ের দিকে যাওয়ার চেষ্টা করে।
এ ঘটনা তাঁরা পুলিশকে জানালে নওগাঁ ইউনিয়নের মোটরসাইকেল পুলিশের একটি টহল দল ট্রাকে পেছনে ধাওয়া দিয়ে রোস্তম মোড়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করে। এ সময় দুষ্কৃতকারীরা তাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে। এতে মোটরসাইকেলে থাকা তাড়াশ থানার দুই এসআই আহত হোন। এ সময় ট্রাকটি পুলিশের মোটরসাইকেল চাপা দিতে চেষ্টা করে। পরে সেখানে থেকে দ্রুতগতিতে খালকুলা হাইওয়েতে ওঠার চেষ্টা করে। সেখানে অবস্থানরত পুলিশের আরেকটি টহল দল বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দিয়ে বনপাড়ার দিকে পালিয় যায়।
ওসি জিয়াউর রহমান জানান, তারা ট্রাকটি শনাক্ত করতে কাছিকাটা টোলপ্লাজার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে টহলরত পুলিশের ওপর ইটপাটকলে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ট্রাকযোগে দুষ্কৃতকারীরা পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের আরেকটি টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সামনের অংশের বাম্পার, হেডলাইটসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে আহত এসআই মো. আলমগীর হোসেন ও মো. শাহ আলমকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
সূত্র জানায়, ট্রাক নিয়ে পাঁচ থেকে সাতজনের একদল দুষ্কৃতকারী গভীর রাতে তাড়াশ উপজলার নওগাঁ হাটে প্রবেশ করে। সেখানে বাজারে দায়িত্বরত লোকজনের সন্দেহ হলে তাঁরা স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা জোটবদ্ধ হয়ে ট্রাকে অবস্থানরত লোকজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তাঁদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে মাজার রোড ধরে ট্রাক নিয়ে দ্রুত খালকুলা হাইওয়ের দিকে যাওয়ার চেষ্টা করে।
এ ঘটনা তাঁরা পুলিশকে জানালে নওগাঁ ইউনিয়নের মোটরসাইকেল পুলিশের একটি টহল দল ট্রাকে পেছনে ধাওয়া দিয়ে রোস্তম মোড়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করে। এ সময় দুষ্কৃতকারীরা তাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে। এতে মোটরসাইকেলে থাকা তাড়াশ থানার দুই এসআই আহত হোন। এ সময় ট্রাকটি পুলিশের মোটরসাইকেল চাপা দিতে চেষ্টা করে। পরে সেখানে থেকে দ্রুতগতিতে খালকুলা হাইওয়েতে ওঠার চেষ্টা করে। সেখানে অবস্থানরত পুলিশের আরেকটি টহল দল বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দিয়ে বনপাড়ার দিকে পালিয় যায়।
ওসি জিয়াউর রহমান জানান, তারা ট্রাকটি শনাক্ত করতে কাছিকাটা টোলপ্লাজার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে