Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

শেরপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. বাবুল মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) তাঁকে শেরপুর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার বাবুল মিয়ার বাড়ি উপজেলার নলকুড়া ইউনিয়নে। ধর্ষণের শিকার ওই ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন।

আজ সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্কুলছাত্রীর মা বলেন, ‘১৭ জুন দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মানসম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু গতকাল রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের বাইরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় আমার মেয়ের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।’

তবে অভিযুক্ত মো. বাবুল মিয়া বলেন, এ ঘটনার কিছুই তিনি জানেন না। ষড়যন্ত্রের শিকার তিনি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়ার নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

পরে বাবুলকে গ্রেপ্তার করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত