শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ করেছেন বলে অভিযোগ করে পুলিশ। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাঁতী দলের ১৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে অভিযোগ অস্বীকার করে দলটির নেতারা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ শেষ করে ফেরা পথ তাঁদের ১৫ জন কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, মো. রোকন উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বিপুল মিয়া। তাঁরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর তাঁতী দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ারে পথে এবং শেষ করে ফেরার পথে উচ্ছৃঙ্খল আচরণ করে নেতা-কর্মীরা। ফেরার পথে তাঁদেরকে থামাতে চেষ্টা করলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন বলে অভিযোগ করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে তিনটি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানার এসআই মো. রোকন উদ্দিন বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তবে পুলিশের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেন, ‘শান্তিপূর্ণভাবে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষ হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মীরা বাড়ি ফেরার পথে থানার সামনে থেকে পুলিশ তাঁদের সংগঠনের ১৫ জন কর্মীকে আটক করে। পরে ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দেয় ও গ্রেপ্তার করে।’

শেরপুরের শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ করেছেন বলে অভিযোগ করে পুলিশ। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাঁতী দলের ১৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে অভিযোগ অস্বীকার করে দলটির নেতারা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ শেষ করে ফেরা পথ তাঁদের ১৫ জন কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, মো. রোকন উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বিপুল মিয়া। তাঁরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর তাঁতী দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ারে পথে এবং শেষ করে ফেরার পথে উচ্ছৃঙ্খল আচরণ করে নেতা-কর্মীরা। ফেরার পথে তাঁদেরকে থামাতে চেষ্টা করলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন বলে অভিযোগ করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে তিনটি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানার এসআই মো. রোকন উদ্দিন বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তবে পুলিশের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেন, ‘শান্তিপূর্ণভাবে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষ হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মীরা বাড়ি ফেরার পথে থানার সামনে থেকে পুলিশ তাঁদের সংগঠনের ১৫ জন কর্মীকে আটক করে। পরে ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দেয় ও গ্রেপ্তার করে।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৭ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৫ মিনিট আগে