নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

‘ভাই আমার মিলে কাজে যাওয়ার সময় আমি নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়াইছি। ভাই গো, আমি আর কখনো তুমারে রান্না করে খাওয়াইতে পারব না। ভাই তুমি কই গেলা আমারে ছাইড়া। তুমরা আমার ভাইরে আমার কাছে আইন্যা দেও, আমি ভাইয়ের চাঁদ মুখটা দেখব’। কান্না করতে করতেই কথাগুলো বলছিলেন আসমা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে তাঁর ভাই জাকারিয়া (২২) ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জাকারিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
আজ তাঁদের বাড়িতে গেলে দেখা যায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা। তাঁরা বিলাপ করে বারবার জ্ঞান হারাচ্ছিলেন।
জাকারিয়ার প্রতিবেশী মিলন হোসেন বলেন, ‘চার ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট। বড় ভালো ও মিশুক ছেলে ছিল জাকারিয়া।’
জাকারিয়ার বড় বোন আসমা খাতুন কখনো উচ্চ স্বরে, কখনো নীরবে, আবার কখনো আকাশের দিকে হাত তুলে বিলাপ করে যাচ্ছেন। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও অঝোরে কাঁদছেন।
এ নিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো। দগ্ধ অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মৃত অপর তিনজন হলেন-নালিতাবাড়ী উপজেলার বড়ুয়াজানী গ্রামের মোজাম্মেল (৩০), সাইফুল ইসলাম (৩০) ও রংপুর কোতোয়ালি উপজেলার আফসাদপুর গ্রামের শরিফুল ইসলাম (৩২)।
এর আগে সোমবার বিকেলে মোজাম্মেল মারা যাওয়ার পর মঙ্গলবার দুপুরে সাইফুল ও শরিফুল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত শনিবার ভোরে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোজাম্মেল, জাকারিয়া ও শরিফুল ইসলাম নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে মোজাম্মেল, সাইফুল ও জাকারিয়ার গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়।
আজ বুধবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানীতে গিয়ে দেখা যায়, স্ত্রী, ছেলে-মেয়ে ও বাবা-মা এবং পরিবারের সদস্যদের মধ্যে চলছে আহাজারি। এক বাড়ি থেকে শোনা যায় পাশের বাড়ির কান্নার শব্দ। একই গ্রামের দগ্ধ হওয়া তিনজনের মৃত্যুর ঘটনায় শুধু স্বজনরা নয়, শোকাহত হয়েছে পুরো গ্রাম।
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘দগ্ধ হওয়া পাঁচজনের চারজনই আমার ইউনিয়নের। এর মাঝে তিনজনই মারা গেল। বাকি একজনের অবস্থাও শুনেছি আশঙ্কাজনক।’

‘ভাই আমার মিলে কাজে যাওয়ার সময় আমি নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়াইছি। ভাই গো, আমি আর কখনো তুমারে রান্না করে খাওয়াইতে পারব না। ভাই তুমি কই গেলা আমারে ছাইড়া। তুমরা আমার ভাইরে আমার কাছে আইন্যা দেও, আমি ভাইয়ের চাঁদ মুখটা দেখব’। কান্না করতে করতেই কথাগুলো বলছিলেন আসমা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে তাঁর ভাই জাকারিয়া (২২) ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জাকারিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
আজ তাঁদের বাড়িতে গেলে দেখা যায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা। তাঁরা বিলাপ করে বারবার জ্ঞান হারাচ্ছিলেন।
জাকারিয়ার প্রতিবেশী মিলন হোসেন বলেন, ‘চার ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট। বড় ভালো ও মিশুক ছেলে ছিল জাকারিয়া।’
জাকারিয়ার বড় বোন আসমা খাতুন কখনো উচ্চ স্বরে, কখনো নীরবে, আবার কখনো আকাশের দিকে হাত তুলে বিলাপ করে যাচ্ছেন। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও অঝোরে কাঁদছেন।
এ নিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো। দগ্ধ অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মৃত অপর তিনজন হলেন-নালিতাবাড়ী উপজেলার বড়ুয়াজানী গ্রামের মোজাম্মেল (৩০), সাইফুল ইসলাম (৩০) ও রংপুর কোতোয়ালি উপজেলার আফসাদপুর গ্রামের শরিফুল ইসলাম (৩২)।
এর আগে সোমবার বিকেলে মোজাম্মেল মারা যাওয়ার পর মঙ্গলবার দুপুরে সাইফুল ও শরিফুল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত শনিবার ভোরে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোজাম্মেল, জাকারিয়া ও শরিফুল ইসলাম নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে মোজাম্মেল, সাইফুল ও জাকারিয়ার গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়।
আজ বুধবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানীতে গিয়ে দেখা যায়, স্ত্রী, ছেলে-মেয়ে ও বাবা-মা এবং পরিবারের সদস্যদের মধ্যে চলছে আহাজারি। এক বাড়ি থেকে শোনা যায় পাশের বাড়ির কান্নার শব্দ। একই গ্রামের দগ্ধ হওয়া তিনজনের মৃত্যুর ঘটনায় শুধু স্বজনরা নয়, শোকাহত হয়েছে পুরো গ্রাম।
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘দগ্ধ হওয়া পাঁচজনের চারজনই আমার ইউনিয়নের। এর মাঝে তিনজনই মারা গেল। বাকি একজনের অবস্থাও শুনেছি আশঙ্কাজনক।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে