নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আবু সা’দাত মুহাম্মদ মুসা নামের এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার প্রতিকার চাইলেও প্রভাবশালী শিক্ষকনেতারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ মে স্কুল চলাকালে শিক্ষক আবু সা’দাত মুসা তাকে ডেকে টয়লেটের কাছে নিয়ে যান। পরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে চিৎকার শুরু করে মেয়েটি। এ সময় অন্য শিক্ষার্থীরা এসে বিষয়টি দেখে ফেলে। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় এবং এরপর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
মেয়েটি স্কুলে না যাওয়ায় একপর্যায়ে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়। পরে গতকাল সোমবার ওই শিক্ষার্থীর মা ও বাবা এ ঘটনার বিচার দাবি করেন স্কুল কর্তৃপক্ষের কাছে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও প্রভাবশালী কয়েকজন শিক্ষকনেতা মিলে ওই শিক্ষার্থীর অভিভাবকদের কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে মুসা স্যার যে কাজটা করেছে, আমি তার সঠিক বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী ও তার অভিভাবকের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আবু সা’দাত মুহাম্মদ মুসা নামের এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার প্রতিকার চাইলেও প্রভাবশালী শিক্ষকনেতারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ মে স্কুল চলাকালে শিক্ষক আবু সা’দাত মুসা তাকে ডেকে টয়লেটের কাছে নিয়ে যান। পরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে চিৎকার শুরু করে মেয়েটি। এ সময় অন্য শিক্ষার্থীরা এসে বিষয়টি দেখে ফেলে। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় এবং এরপর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
মেয়েটি স্কুলে না যাওয়ায় একপর্যায়ে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়। পরে গতকাল সোমবার ওই শিক্ষার্থীর মা ও বাবা এ ঘটনার বিচার দাবি করেন স্কুল কর্তৃপক্ষের কাছে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও প্রভাবশালী কয়েকজন শিক্ষকনেতা মিলে ওই শিক্ষার্থীর অভিভাবকদের কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে মুসা স্যার যে কাজটা করেছে, আমি তার সঠিক বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী ও তার অভিভাবকের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
৩৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৩৯ মিনিট আগে