গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মো. আলী আহম্মদ আকন। নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডারও। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বাবদ আদায় করেছেন কয়েক কোটি টাকা। শুধু তা-ই নয়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় তিন মেয়ের চাকরিও বাগিয়ে নিয়েছেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তদন্তে।
স্থানীয় ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, গোসাইরহাটের চর ধীপুর এলাকার ওহাব আলী আকনের পুত্র মো. আলী আহম্মদ আকন দুই দশকের বেশি সময় ধরে নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা এবং সরকারি চাকরিতে সন্তান-পোষ্যদের জন্য নির্ধারিত কোটার সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন না তুললেও সম্প্রতি গোসাইরহাটের কয়েকজন মুক্তিযোদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জামুকা। একাধিকবার বিভিন্ন তদন্ত দলের তদন্তে তাঁর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়টি ভুয়া প্রমাণিত হয়। মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়ায় তাঁর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। সারা দেশের ৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে বাতিল করা গত ২৪ মার্চ প্রকাশিত গেজেটের তালিকায় ৪৭ নম্বরে রয়েছে মো. আলী আহম্মদ আকনের নাম।
সূত্র আরও জানায়, ১৯৯৭ সাল থেকে আলী আহম্মদ আকন সরকারের কয়েক কোটি টাকা ও সম্পদ হাতিয়ে নিয়েছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা (যুদ্ধাহত গেজেট নম্বর-১৩৭০) হিসেবে প্রতি মাসে তিনি ভাতা তুলতেন ৩১ হাজার টাকা। প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি উপভোগ করতেন। প্রতি মাসে ৪ ইউনিট সরকারি রেশনের মালামাল পেতেন। যার মধ্যে রয়েছে ৩০ কেজি চাল, ৮ লিটার সয়াবিন তেল, ৮ কেজি চিনি, আটা ইত্যাদি। এ ছাড়া তৎকালীন ৯ লাখ টাকা মূল্যের সরকারি বাড়ি নিয়েছেন তিনি, যা বর্তমানে দেওয়া হচ্ছে ১৪ লাখ টাকায়। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের জন্য নির্ধারিত কোটা সুবিধার আওতায় তাঁর তিন মেয়ে পেয়েছেন সরকারি চাকরি। যদিও পরে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে নিয়োগপত্র তৈরির মাধ্যমে কয়েকজনের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁর মেয়ে হালিমা খাতুনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক পদ থেকে বরখাস্ত করা হয়। তবে অপর দুই মেয়ের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন।
ফৌজদারি আইনের ৪১৬ ধারা অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য তিন বছর জেল এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোসাইরহাট উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল আজকের পত্রিকাকে বলেন, জালিয়াতির মাধ্যমে মো. আলী আহম্মদ আকন সরকার তথা জনগণের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা হওয়ার কথা।
বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন জানান, গোসাইরহাটে এ রকম আরও বেশ কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। যারা বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মো. আলী আহম্মদ আকন। নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডারও। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বাবদ আদায় করেছেন কয়েক কোটি টাকা। শুধু তা-ই নয়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় তিন মেয়ের চাকরিও বাগিয়ে নিয়েছেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তদন্তে।
স্থানীয় ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, গোসাইরহাটের চর ধীপুর এলাকার ওহাব আলী আকনের পুত্র মো. আলী আহম্মদ আকন দুই দশকের বেশি সময় ধরে নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা এবং সরকারি চাকরিতে সন্তান-পোষ্যদের জন্য নির্ধারিত কোটার সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন না তুললেও সম্প্রতি গোসাইরহাটের কয়েকজন মুক্তিযোদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জামুকা। একাধিকবার বিভিন্ন তদন্ত দলের তদন্তে তাঁর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়টি ভুয়া প্রমাণিত হয়। মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়ায় তাঁর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। সারা দেশের ৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে বাতিল করা গত ২৪ মার্চ প্রকাশিত গেজেটের তালিকায় ৪৭ নম্বরে রয়েছে মো. আলী আহম্মদ আকনের নাম।
সূত্র আরও জানায়, ১৯৯৭ সাল থেকে আলী আহম্মদ আকন সরকারের কয়েক কোটি টাকা ও সম্পদ হাতিয়ে নিয়েছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা (যুদ্ধাহত গেজেট নম্বর-১৩৭০) হিসেবে প্রতি মাসে তিনি ভাতা তুলতেন ৩১ হাজার টাকা। প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি উপভোগ করতেন। প্রতি মাসে ৪ ইউনিট সরকারি রেশনের মালামাল পেতেন। যার মধ্যে রয়েছে ৩০ কেজি চাল, ৮ লিটার সয়াবিন তেল, ৮ কেজি চিনি, আটা ইত্যাদি। এ ছাড়া তৎকালীন ৯ লাখ টাকা মূল্যের সরকারি বাড়ি নিয়েছেন তিনি, যা বর্তমানে দেওয়া হচ্ছে ১৪ লাখ টাকায়। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের জন্য নির্ধারিত কোটা সুবিধার আওতায় তাঁর তিন মেয়ে পেয়েছেন সরকারি চাকরি। যদিও পরে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে নিয়োগপত্র তৈরির মাধ্যমে কয়েকজনের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁর মেয়ে হালিমা খাতুনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক পদ থেকে বরখাস্ত করা হয়। তবে অপর দুই মেয়ের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন।
ফৌজদারি আইনের ৪১৬ ধারা অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য তিন বছর জেল এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোসাইরহাট উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল আজকের পত্রিকাকে বলেন, জালিয়াতির মাধ্যমে মো. আলী আহম্মদ আকন সরকার তথা জনগণের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা হওয়ার কথা।
বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন জানান, গোসাইরহাটে এ রকম আরও বেশ কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। যারা বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
৩৩ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৪২ মিনিট আগে