গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাগেরপাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ও সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
আব্দুর রাজ্জাকের স্মরণসভায় বক্তব্য দেন তাঁর রাজনৈতিক সহকর্মী প্রবীণ আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ঢালী। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতান, নাগেরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ‘আব্দুর রাজ্জাক দেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে যেমন শক্ত ভূমিকা রেখেছেন, তেমনি দেশের একজন জাতীয় নেতা হিসেবে দল ও দেশ গঠনে ছিলেন অগ্রদূতের ভূমিকায়। আব্দুর রাজ্জাককে আমরা হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে এমপি হিসেবে পেয়ে আমরা ধন্য।’
মো. ফজলুর রহমান ঢালী বলেন, ‘আধুনিক শরীয়তপুরের জনক হিসেবে আখ্যায়িত প্রয়াত আব্দুর রাজ্জাকের অবদানের কথা এ রকম এক-দুটি সভায় বলে শেষ করা যাবে না। এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার নিদর্শন শরীয়তপুরের আনাচে-কানাচে দেখা যায়। তার সঙ্গে রাজনীতি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
নাগেরপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, ‘আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একটি রত্ন। তবে এক রত্নকে হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে আরেক রত্ন হিসেবে শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন। আমরা এই মূল্যবান রত্ন যত দিন আগলে রাখতে পারব, তত দিন আমাদেরও মূল্য থাকবে।’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাগেরপাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ও সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
আব্দুর রাজ্জাকের স্মরণসভায় বক্তব্য দেন তাঁর রাজনৈতিক সহকর্মী প্রবীণ আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ঢালী। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতান, নাগেরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ‘আব্দুর রাজ্জাক দেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে যেমন শক্ত ভূমিকা রেখেছেন, তেমনি দেশের একজন জাতীয় নেতা হিসেবে দল ও দেশ গঠনে ছিলেন অগ্রদূতের ভূমিকায়। আব্দুর রাজ্জাককে আমরা হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে এমপি হিসেবে পেয়ে আমরা ধন্য।’
মো. ফজলুর রহমান ঢালী বলেন, ‘আধুনিক শরীয়তপুরের জনক হিসেবে আখ্যায়িত প্রয়াত আব্দুর রাজ্জাকের অবদানের কথা এ রকম এক-দুটি সভায় বলে শেষ করা যাবে না। এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার নিদর্শন শরীয়তপুরের আনাচে-কানাচে দেখা যায়। তার সঙ্গে রাজনীতি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
নাগেরপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, ‘আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একটি রত্ন। তবে এক রত্নকে হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে আরেক রত্ন হিসেবে শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন। আমরা এই মূল্যবান রত্ন যত দিন আগলে রাখতে পারব, তত দিন আমাদেরও মূল্য থাকবে।’

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে