শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৮ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১২ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে