শরীয়তপুর প্রতিনিধি

আগের মতো যাত্রীর চাপ নেই মাঝিরঘাট ফেরিঘাটে। মাত্র এক দিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। ঘাট এলাকায় নেই যাত্রী, শোরগোল নেই চালক আর স্থানীয় ব্যবসায়ীদের। গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে খালি পড়ে রয়েছে ফেরিঘাটে থাকা একমাত্র ১ নম্বর পন্টুনটি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘাট থেকে সব শেষ ফেরি হিসেবে শিমুলিয়ায় ফিরে যায় ফেরি বেগম রোকেয়া। এর আগেই অপসারণ করা হয়েছে ঘাটে থাকা অপর পন্টুনটি। তবে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও স্বাভাবিক রয়েছে এই রুটের লঞ্চ পারাপার।
পদ্মা সেতুর কারণে ঘাটের এমন বদলে যাওয়া। শনিবার উদ্বোধনের পর রোববার সকাল থেকে পদ্মা সেতুতে চলছে যানবাহন। সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে। ফলে যানবাহন ও জনমানবশূন্য হয়ে পড়েছে মাঝিরঘাট ফেরিঘাট। রোববার সকাল থেকে ঘাটে আসেনি কোনো ফেরি। ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশেও ছেড়ে যায়নি।
তবে স্বাভাবিকের চেয়ে যাত্রী কিছুটা কম হলেও স্বাভাবিক আছে মাঝিরঘাট লঞ্চ পারাপার। ৩০ মিনিট পরপর এই ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে একটি করে লঞ্চ। প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপস্থিতি চোখে পড়েছে। তবে তা অন্য সময়ের চেয়ে কম।
ফেরিঘাট যানবাহনশূন্য থাকায় দোকানপাটও বন্ধ। দুই-একটি দোকান খুললেও বেচাবিক্রি ছিল না বললেই চলে। ইতিমধ্যে ঘাটে থাকা অনেক চা-দোকানি তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন।
মাঝিরঘাট ফেরিঘাটের ১ নম্বর ঘাটের পাশে থাকা চা-দোকানি ইসমাইল মাঝি বলেন, ‘গত দুই দিন ফেরি বন্ধ। এইহানে কোনো গাড়ি আহে না। মানুষের আহা-যাওয়া নাই। বেচাবিক্রি একবারে শ্যাষ হইয়া গেছে। আইজ দুফারে দোকান পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সরাইয়া নিছি। ওইহানে অনেক মানুষ বেড়াতে আহে। তাই বেচাবিক্রি ভালো হইব।’
শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জন্য মাঝিরঘাটে আসা যাত্রী ননী গোপাল দে বলেন, ‘শরীয়তপুর থেকে ডাইরেক্ট বাসে সিট পাই নাই। তাই বাধ্য হয়ে সিটিং গাড়িতে মাঝিরঘাট এসেছি। লঞ্চে পদ্মা পার হয়ে অন্য বাসে ঢাকা যাব। নিয়মিত বাস চলাচল করলে আমাদের ভোগান্তি থাকত না।’
রোববার দীর্ঘ চার ঘণ্টা মাঝিরঘাট ফেরিঘাটে অপেক্ষা করেও কোনো যাত্রী বা যানবাহনের দেখা মেলেনি। মাঝিরঘাট এলাকার বাসিন্দা নেছার মাদবর বলেন, ‘মানুষ সব পদ্মা সেতু দিয়া পার হইতাছে। আমাগো এইহান দিয়া কেউ আহে না। ফেরিঘাটে ফেরি না থাকায় পন্টুনের ওপর লঞ্চ থামাইয়া যাত্রী ওঠানামা করতাছে।’
মাঝিরঘাট ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, ‘ঘাটে যানবাহন না থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী সকল ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে যানবাহন পারাপারের জন্য ফেরি ঘাট প্রস্তুত আছে। ঘাটে যানবাহন আসলে ফেরি চলাচল করবে।’
মাঝিরঘাট শিমুলিয়া নৌপথের ৭টি ফেরিতে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার যানবাহন পারাপার হতো। শুক্রবার সন্ধ্যা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আগের মতো যাত্রীর চাপ নেই মাঝিরঘাট ফেরিঘাটে। মাত্র এক দিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। ঘাট এলাকায় নেই যাত্রী, শোরগোল নেই চালক আর স্থানীয় ব্যবসায়ীদের। গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে খালি পড়ে রয়েছে ফেরিঘাটে থাকা একমাত্র ১ নম্বর পন্টুনটি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘাট থেকে সব শেষ ফেরি হিসেবে শিমুলিয়ায় ফিরে যায় ফেরি বেগম রোকেয়া। এর আগেই অপসারণ করা হয়েছে ঘাটে থাকা অপর পন্টুনটি। তবে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও স্বাভাবিক রয়েছে এই রুটের লঞ্চ পারাপার।
পদ্মা সেতুর কারণে ঘাটের এমন বদলে যাওয়া। শনিবার উদ্বোধনের পর রোববার সকাল থেকে পদ্মা সেতুতে চলছে যানবাহন। সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে। ফলে যানবাহন ও জনমানবশূন্য হয়ে পড়েছে মাঝিরঘাট ফেরিঘাট। রোববার সকাল থেকে ঘাটে আসেনি কোনো ফেরি। ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশেও ছেড়ে যায়নি।
তবে স্বাভাবিকের চেয়ে যাত্রী কিছুটা কম হলেও স্বাভাবিক আছে মাঝিরঘাট লঞ্চ পারাপার। ৩০ মিনিট পরপর এই ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে একটি করে লঞ্চ। প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপস্থিতি চোখে পড়েছে। তবে তা অন্য সময়ের চেয়ে কম।
ফেরিঘাট যানবাহনশূন্য থাকায় দোকানপাটও বন্ধ। দুই-একটি দোকান খুললেও বেচাবিক্রি ছিল না বললেই চলে। ইতিমধ্যে ঘাটে থাকা অনেক চা-দোকানি তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন।
মাঝিরঘাট ফেরিঘাটের ১ নম্বর ঘাটের পাশে থাকা চা-দোকানি ইসমাইল মাঝি বলেন, ‘গত দুই দিন ফেরি বন্ধ। এইহানে কোনো গাড়ি আহে না। মানুষের আহা-যাওয়া নাই। বেচাবিক্রি একবারে শ্যাষ হইয়া গেছে। আইজ দুফারে দোকান পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সরাইয়া নিছি। ওইহানে অনেক মানুষ বেড়াতে আহে। তাই বেচাবিক্রি ভালো হইব।’
শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জন্য মাঝিরঘাটে আসা যাত্রী ননী গোপাল দে বলেন, ‘শরীয়তপুর থেকে ডাইরেক্ট বাসে সিট পাই নাই। তাই বাধ্য হয়ে সিটিং গাড়িতে মাঝিরঘাট এসেছি। লঞ্চে পদ্মা পার হয়ে অন্য বাসে ঢাকা যাব। নিয়মিত বাস চলাচল করলে আমাদের ভোগান্তি থাকত না।’
রোববার দীর্ঘ চার ঘণ্টা মাঝিরঘাট ফেরিঘাটে অপেক্ষা করেও কোনো যাত্রী বা যানবাহনের দেখা মেলেনি। মাঝিরঘাট এলাকার বাসিন্দা নেছার মাদবর বলেন, ‘মানুষ সব পদ্মা সেতু দিয়া পার হইতাছে। আমাগো এইহান দিয়া কেউ আহে না। ফেরিঘাটে ফেরি না থাকায় পন্টুনের ওপর লঞ্চ থামাইয়া যাত্রী ওঠানামা করতাছে।’
মাঝিরঘাট ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, ‘ঘাটে যানবাহন না থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী সকল ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে যানবাহন পারাপারের জন্য ফেরি ঘাট প্রস্তুত আছে। ঘাটে যানবাহন আসলে ফেরি চলাচল করবে।’
মাঝিরঘাট শিমুলিয়া নৌপথের ৭টি ফেরিতে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার যানবাহন পারাপার হতো। শুক্রবার সন্ধ্যা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে