প্রতিনিধি

শরীয়তপুর: এখন থেকে কলেজে ভর্তি হতে হলে মাদকের ডোপটেস্ট করতে হবে শিক্ষার্থীদের। ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি ও বেসরকারি কলেজ।
কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশে কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের মাদকের ডোপটেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানায় ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর মাদকের ডোপটেস্ট করার কথা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি পাওয়ার পর ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভর্তি হতে আসা সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বিভাগ থেকে ডোপটেস্টের রিপোর্ট সংগ্রহ করে ভর্তির অন্যান্য কাগজের সঙ্গে জমা দিতে হবে।
শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রক্ত ও ইউরিন পরীক্ষার ফলাফলের মাধ্যমে শরীরে মাদকের উপস্থিতি জানা যাবে। সরকারি বা সরকার স্বীকৃত যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডোপটেস্ট করা যাবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপটেষ্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। ডোপ টেস্টে যারা মাদকাসক্ত চিহ্নিত হবে তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

শরীয়তপুর: এখন থেকে কলেজে ভর্তি হতে হলে মাদকের ডোপটেস্ট করতে হবে শিক্ষার্থীদের। ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি ও বেসরকারি কলেজ।
কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশে কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের মাদকের ডোপটেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানায় ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর মাদকের ডোপটেস্ট করার কথা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি পাওয়ার পর ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভর্তি হতে আসা সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বিভাগ থেকে ডোপটেস্টের রিপোর্ট সংগ্রহ করে ভর্তির অন্যান্য কাগজের সঙ্গে জমা দিতে হবে।
শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রক্ত ও ইউরিন পরীক্ষার ফলাফলের মাধ্যমে শরীরে মাদকের উপস্থিতি জানা যাবে। সরকারি বা সরকার স্বীকৃত যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডোপটেস্ট করা যাবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপটেষ্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। ডোপ টেস্টে যারা মাদকাসক্ত চিহ্নিত হবে তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে