শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে