পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।
আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), পাঁচপাড়া এলাকার সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) এবং আজগার আলী (১৮)।
র্যাব ৬ বলছে, শনিবার দুপুরে র্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে সন্দেহ প্রকাশ করে দুষ্কৃতকারীরা ভুয়া র্যাব ভেবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ধস্তাধস্তি করে এবং তাদের মারতে উদ্যত হয়। তাদের পরিচয়পত্র, জ্যাকেট দেখালেও ‘ভুয়া’ বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সাতক্ষীরা র্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।
আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), পাঁচপাড়া এলাকার সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) এবং আজগার আলী (১৮)।
র্যাব ৬ বলছে, শনিবার দুপুরে র্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে সন্দেহ প্রকাশ করে দুষ্কৃতকারীরা ভুয়া র্যাব ভেবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ধস্তাধস্তি করে এবং তাদের মারতে উদ্যত হয়। তাদের পরিচয়পত্র, জ্যাকেট দেখালেও ‘ভুয়া’ বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সাতক্ষীরা র্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪৪ মিনিট আগে