দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির উদ্যোগে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, হত্যা বন্ধ, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তসীমান্ত অপরাধ কমাতে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, বৈঠকে সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা সফল হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমামসহ দুজন কোম্পানি কমান্ডার ও অন্য পদবির পাঁচ কর্মকর্তা। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার, তিনজন কোম্পানি কমান্ডারসহ অন্যান্য পদবির তিনজন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির উদ্যোগে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, হত্যা বন্ধ, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তসীমান্ত অপরাধ কমাতে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, বৈঠকে সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা সফল হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমামসহ দুজন কোম্পানি কমান্ডার ও অন্য পদবির পাঁচ কর্মকর্তা। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার, তিনজন কোম্পানি কমান্ডারসহ অন্যান্য পদবির তিনজন উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে