দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার খলিশাখালীর মৎস্য ঘের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার হাজীপুর গ্রামের নুরুজ্জামান, আশাশুনি উপজেলার শ্রীগঞ্জ গ্রামের সোহেল, কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের মেহেরাব আলী, একই উপজেলার কাশিবাটি গ্রামের হাসিবুল হাসান সবুজ, রবিউল আউয়াল ও বদরতলা এলাকার আবুল হোসেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খলিশাখালীতে ১ হাজার ৩২৮ বিঘা মৎস্য ঘের নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব চলছিল। সরকার বদল হওয়ার পর মৎস্য ঘের দখলে নিতে বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেওয়া হয়। আজ ভোর ৫টার দিকে খলিশাখালীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, ‘খলিশাখালী এলাকায় অস্ত্র, গোলাবারুদ, বোমা মজুত রেখে মাছের ঘের দখল, এলাকায় ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল আকরাম হোসেন, আরিফুল ইসলাম পাড়, সাইফুল ইসলাম গাজীসহ কয়েকজন। তাদের ধরতে অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রথমে ইট-পাথর এবং পরে বোমা ও ককটেল ছোড়া হয়। একপর্যায়ে আমাদের লক্ষ্য করে পাইপগান দিয়ে গুলি চালায়। এ সময় স্থানীয় বাসিন্দারা কামরুলসহ কয়েকজনকে ধরে ফেলে। বিক্ষুব্ধ জনসাধারণ কামরুলকে পিটুনি দেয়। সেনাসদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক আরও বলেন, নিহত কামরুল একজন দণ্ডিত অপরাধী এবং ডাকাত ছিলেন। আটক অন্য অপরাধীদের জিজ্ঞাসাবাদ শেষে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় পাঁচটি রামদা, বোমা তৈরির সরঞ্জাম, ৭৫০ গ্রাম বারুদ, চারটি মোবাইল ফোন, ১৫টি বড় ও ৩৮টি ছোট হাতবোমা উদ্ধার হয়েছে।
তবে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন দাবি করেন, তাঁর স্বামীকে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর রাতে স্থানীয় ৫০-৬০ জন লোক ওই এলাকার মৎস্য চাষের কোটি টাকা মূল্যের জমি দখলে নেয়। গত ৫ আগস্টের পর আরেক পক্ষ ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে গত ২ অক্টোবর মালিক ও লিজ গ্রহীতারা সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কয়েক দিন না যেতেই মৎস্য ঘেরের কর্মচারীদের জিম্মি করে কয়েক দফায় মাছ লুটের ঘটনা ঘটে।

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার খলিশাখালীর মৎস্য ঘের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার হাজীপুর গ্রামের নুরুজ্জামান, আশাশুনি উপজেলার শ্রীগঞ্জ গ্রামের সোহেল, কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের মেহেরাব আলী, একই উপজেলার কাশিবাটি গ্রামের হাসিবুল হাসান সবুজ, রবিউল আউয়াল ও বদরতলা এলাকার আবুল হোসেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খলিশাখালীতে ১ হাজার ৩২৮ বিঘা মৎস্য ঘের নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব চলছিল। সরকার বদল হওয়ার পর মৎস্য ঘের দখলে নিতে বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেওয়া হয়। আজ ভোর ৫টার দিকে খলিশাখালীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, ‘খলিশাখালী এলাকায় অস্ত্র, গোলাবারুদ, বোমা মজুত রেখে মাছের ঘের দখল, এলাকায় ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল আকরাম হোসেন, আরিফুল ইসলাম পাড়, সাইফুল ইসলাম গাজীসহ কয়েকজন। তাদের ধরতে অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রথমে ইট-পাথর এবং পরে বোমা ও ককটেল ছোড়া হয়। একপর্যায়ে আমাদের লক্ষ্য করে পাইপগান দিয়ে গুলি চালায়। এ সময় স্থানীয় বাসিন্দারা কামরুলসহ কয়েকজনকে ধরে ফেলে। বিক্ষুব্ধ জনসাধারণ কামরুলকে পিটুনি দেয়। সেনাসদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক আরও বলেন, নিহত কামরুল একজন দণ্ডিত অপরাধী এবং ডাকাত ছিলেন। আটক অন্য অপরাধীদের জিজ্ঞাসাবাদ শেষে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় পাঁচটি রামদা, বোমা তৈরির সরঞ্জাম, ৭৫০ গ্রাম বারুদ, চারটি মোবাইল ফোন, ১৫টি বড় ও ৩৮টি ছোট হাতবোমা উদ্ধার হয়েছে।
তবে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন দাবি করেন, তাঁর স্বামীকে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর রাতে স্থানীয় ৫০-৬০ জন লোক ওই এলাকার মৎস্য চাষের কোটি টাকা মূল্যের জমি দখলে নেয়। গত ৫ আগস্টের পর আরেক পক্ষ ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে গত ২ অক্টোবর মালিক ও লিজ গ্রহীতারা সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কয়েক দিন না যেতেই মৎস্য ঘেরের কর্মচারীদের জিম্মি করে কয়েক দফায় মাছ লুটের ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৭ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে