Ajker Patrika

সাতক্ষীরায় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
হস্তান্তর করা ১৫ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
হস্তান্তর করা ১৫ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। পরে তাঁদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন শ্যামনগরের ভেটখালি গ্রামের শাহিন সানা (২৭), রাবিয়া খাতুন (৩১), আশাশুনির হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন (২৭), তাঁর ছেলে রিয়াদ হাসান (৩) ও সাতক্ষীরা সদর থানার পায়রাডাঙ্গা গ্রামের দাউদ আলী শেখসহ ১৫ জন। তাঁদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫টি শিশু রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব ব্যক্তিরা বিএসএফের হাতে আটক হন। পরে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা ব্যক্তিদের গতকাল রাতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। পরিচয় যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে আজ সকালে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত