শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা ঘটনায় বাবু মণ্ডল নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশ আসামিকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বাসিন্দা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর একমাত্র আসামি বাবু মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অষ্টম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে আল্ট্রাসনোগ্রামের পর তার ছয় মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। এ সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে এমন পরিণতির জন্য সে প্রতিবেশী বাবু মণ্ডলকে দায়ী করে।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘কাজের জন্য দিনমজুর স্ত্রীসহ তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সে সুযোগে প্রতিবেশী বাবু মণ্ডল খাবারের লোভে ফেলে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। অভিযুক্ত ব্যক্তির ভয়ভীতির কারণে বিষয়টি তাদের কাছে গোপন রাখার কথা জানিয়েছে তার মেয়ে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
এদিকে অভিযুক্তের ছেলে তরুণ মণ্ডল (২৮) আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষার পরপরই হাসপাতালে উপস্থিত লোকজনের সামনে ঘটনার জন্য ভুক্তভোগী অন্য এক প্রতিবেশীকে দায়ী করেছিল। পরে ওই প্রতিবেশীর পরিবারসহ স্থানীয় প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তার বাবাকে অপরাধী বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সাতক্ষীরার শ্যামনগরে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা ঘটনায় বাবু মণ্ডল নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশ আসামিকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বাসিন্দা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর একমাত্র আসামি বাবু মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অষ্টম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে আল্ট্রাসনোগ্রামের পর তার ছয় মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। এ সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে এমন পরিণতির জন্য সে প্রতিবেশী বাবু মণ্ডলকে দায়ী করে।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘কাজের জন্য দিনমজুর স্ত্রীসহ তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সে সুযোগে প্রতিবেশী বাবু মণ্ডল খাবারের লোভে ফেলে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। অভিযুক্ত ব্যক্তির ভয়ভীতির কারণে বিষয়টি তাদের কাছে গোপন রাখার কথা জানিয়েছে তার মেয়ে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
এদিকে অভিযুক্তের ছেলে তরুণ মণ্ডল (২৮) আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষার পরপরই হাসপাতালে উপস্থিত লোকজনের সামনে ঘটনার জন্য ভুক্তভোগী অন্য এক প্রতিবেশীকে দায়ী করেছিল। পরে ওই প্রতিবেশীর পরিবারসহ স্থানীয় প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তার বাবাকে অপরাধী বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে