কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

পুকুরে গোসল করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কলারোয়া থানার পুকুরে সাঁতার কাটার সময় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা।
এসআই রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সদস্যরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে ইমারজেন্সি বিভাগে আনেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। হাসপাতালের সব কার্যক্রম শেষে তাঁর মরদেহ নিয়ে যায় পুলিশ।
কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানার পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ ওসি নাসির উদ্দিন মৃধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। পরে তাৎক্ষণিক স্টেশন লিডার ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের এসআই পদে যোগদান করেন। সকালে থানার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

পুকুরে গোসল করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কলারোয়া থানার পুকুরে সাঁতার কাটার সময় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা।
এসআই রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সদস্যরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে ইমারজেন্সি বিভাগে আনেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। হাসপাতালের সব কার্যক্রম শেষে তাঁর মরদেহ নিয়ে যায় পুলিশ।
কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানার পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ ওসি নাসির উদ্দিন মৃধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। পরে তাৎক্ষণিক স্টেশন লিডার ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের এসআই পদে যোগদান করেন। সকালে থানার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৩১ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে