Ajker Patrika

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণসহ ২ লাখ টাকা চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণসহ ২ লাখ টাকা চুরি
সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়।

চুরির শিকার আবুল হাসান ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ধুলিহর বাজারে তাঁর একটি ওষুধের ফার্মেসি রয়েছে। বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আবুল হাসান জানান, চোরেরা রাতের কোনো একসময়ে বাড়ির ছাদ বেয়ে উঠে সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে আলমারিতে রাখা নগদ দুই লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, জমির দলিল, চেক বইয়ের পাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম বলেন, ‘ভাই ও ভাবি সকালে সুস্থ থাকলেও পরে তারা দুজনই অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত