Ajker Patrika

সাতক্ষীরায় আদালতের নির্দেশে তিন মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি
সাতক্ষীরায় আদালতের নির্দেশে তিন মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ
সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশে তিন মাস পর কবর থেকে মরদেহ তোলা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।

নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।

নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।

মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’

বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত