দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানির প্ল্যান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বুধবার (১২ জুন) ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় দেবহাটা উপজেলার পারুলিয়ায় ভূমি অফিস-সংলগ্ন এলাকায় এই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়।
দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা। কাজের সমাপ্তি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৮ জুন।
প্ল্যান্ট উদ্বোধনের পর পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্যসচিব তাহাজ্জত হোসেন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল হাসান, উপসচিব আকবার হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সচিবের একান্ত সহকারী মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ডাকসু নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সঞ্জয় মণ্ডল, কালীগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য উপপ্রকৌশলী জুয়েল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানির প্ল্যান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বুধবার (১২ জুন) ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় দেবহাটা উপজেলার পারুলিয়ায় ভূমি অফিস-সংলগ্ন এলাকায় এই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়।
দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা। কাজের সমাপ্তি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৮ জুন।
প্ল্যান্ট উদ্বোধনের পর পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্যসচিব তাহাজ্জত হোসেন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল হাসান, উপসচিব আকবার হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সচিবের একান্ত সহকারী মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ডাকসু নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সঞ্জয় মণ্ডল, কালীগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য উপপ্রকৌশলী জুয়েল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
১৭ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে