পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, আরএমও ও মেডিকেল অফিসারের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সিজারিয়ানসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিক।
জানা যায়, ৫০ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য মোট ৩২টি পদ অনুমোদিত। এর মধ্যে ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
শূন্য পদগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন–প্রতিটি একটি করে)
জুনিয়র কনসালটেন্ট (শিশু–২টি), সহকারী সার্জন–১০টি, মেডিকেল অফিসার–৫টি, আরএমও–১টি।
এ ছাড়া সহকারী সার্জন তানজিলা খাতুন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বর্তমানে সহকারী সার্জন আব্দুর রহমান সোহান নিজ দায়িত্বের পাশাপাশি আরএমওর দায়িত্বও পালন করছেন। সহকারী সার্জন (ডেন্টাল) পিয়াস বৈদ্য নিজের দায়িত্বের পাশাপাশি আউটডোরে চিকিৎসাসেবা দিচ্ছেন। সহকারী সার্জন শাম্মী সাফিনাজ জরুরি বিভাগ ও আউটডোরে রোগীদের সেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন।
এদিকে হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় আছে। এনালগ এক্স-রে মেশিনেও পরিষ্কার ছবি আসছে না। ফলে উপজেলার প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি বিভাগের দায়িত্ব সামলাতে সেকমো ও ফার্মাসিস্টরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল জব্বার বলেন, ‘শূন্যপদগুলো পূরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। ডাক্তার না থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমাকে নিজেকেও রোগী দেখতে হচ্ছে।’

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, আরএমও ও মেডিকেল অফিসারের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সিজারিয়ানসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিক।
জানা যায়, ৫০ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য মোট ৩২টি পদ অনুমোদিত। এর মধ্যে ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
শূন্য পদগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন–প্রতিটি একটি করে)
জুনিয়র কনসালটেন্ট (শিশু–২টি), সহকারী সার্জন–১০টি, মেডিকেল অফিসার–৫টি, আরএমও–১টি।
এ ছাড়া সহকারী সার্জন তানজিলা খাতুন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বর্তমানে সহকারী সার্জন আব্দুর রহমান সোহান নিজ দায়িত্বের পাশাপাশি আরএমওর দায়িত্বও পালন করছেন। সহকারী সার্জন (ডেন্টাল) পিয়াস বৈদ্য নিজের দায়িত্বের পাশাপাশি আউটডোরে চিকিৎসাসেবা দিচ্ছেন। সহকারী সার্জন শাম্মী সাফিনাজ জরুরি বিভাগ ও আউটডোরে রোগীদের সেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন।
এদিকে হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় আছে। এনালগ এক্স-রে মেশিনেও পরিষ্কার ছবি আসছে না। ফলে উপজেলার প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি বিভাগের দায়িত্ব সামলাতে সেকমো ও ফার্মাসিস্টরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল জব্বার বলেন, ‘শূন্যপদগুলো পূরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। ডাক্তার না থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমাকে নিজেকেও রোগী দেখতে হচ্ছে।’

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪০ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
৪৩ মিনিট আগে