Ajker Patrika

ফুলবাড়ীতে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৪: ৪২
ফুলবাড়ীতে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের চাপায় শরিফুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বারকোনা মোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত শরিফুল ইসলাম বারকোনা গ্রামের মৃত্যু ফজলু মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তাঁর বাড়ি বারোকোনা থেকে ঢাকা মোড়ে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশের রাস্তা থেকে আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় দিনাজপুরগামী একটি নৈশ কোচের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

ফুলবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহটি সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে বাসটি জব্দ করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত