রংপুর প্রতিনিধি

স্বামীর চাহিদা মতো বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় রংপুরের তারাগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ নির্যাতনের শিকার গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলা থেকে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর মাঝাপাড়া গ্রামের খাদিমুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তারের (২৫) সঙ্গে একই উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের মজির উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামানের (২৮)। তখন যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও ঘরের আসবাবপত্র দাবি করে ছেলের পরিবার। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের সময়ই তা পরিশোধ করেন খাদিমুল ইসলাম।
এদিকে বিয়ের ৬ মাস না পেরোতেই যৌতুকের জন্য আরও দুই লাখ টাকা আনার চাপ দেওয়া শুরু করেন নুরুজ্জামান। এতে মৌসুমী অস্বীকৃতি জানালে করা হতো নির্যাতন। সর্বশেষ গত শনিবার সকালে ব্যবসা করার জন্য মৌসুমীকে তাঁর বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ দুই লাখ টাকা আনতে বলেন। এতে মৌসুমী রাজি না হলে তাঁকে বেদম মারধর করেন নুরুজ্জামান। মারধরে সহায়তা করেন দেবর রোকন, শ্বশুর মজির উদ্দিন ও শাশুড়ি রুপালী বেগম। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন মৌসুমীকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মারধরের ঘটনায় গতকাল রোববার রাতে মৌসুমী বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী নুরুজ্জামান, দেবর, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানিয়েছে তারাগঞ্জ থানা-পুলিশ।
গৃহবধূ মৌসুমী আক্তার বলেন, ‘বিয়ের সময় স্বামীকে দেড় লাখ নগদ টাকা আর ঘরের আসবাবপত্র দেন বাবা। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতেই আরও দুই লাখ টাকা আনতে চাপ দেন স্বামী। আমি রাজি না হওয়ায় প্রায় মারধর করতেন। শনিবার সকালে তো মেরেই ফেলত। আল্লাহ সহায় ছিল বলে বেঁচে গেছি।’
থানা হাজতে থাকার সময় নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সামান্য বিষয়ে কথাকাটাকাটি হওয়ায় একটু থাপ্পড় মেরেছি। এটা ভুল বোঝাবুঝি।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘নির্যাতনের শিকার গৃহবধূ থানায় আসার সঙ্গে সঙ্গে মামলা নথিভুক্ত করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

স্বামীর চাহিদা মতো বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় রংপুরের তারাগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ নির্যাতনের শিকার গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলা থেকে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর মাঝাপাড়া গ্রামের খাদিমুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তারের (২৫) সঙ্গে একই উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের মজির উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামানের (২৮)। তখন যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও ঘরের আসবাবপত্র দাবি করে ছেলের পরিবার। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের সময়ই তা পরিশোধ করেন খাদিমুল ইসলাম।
এদিকে বিয়ের ৬ মাস না পেরোতেই যৌতুকের জন্য আরও দুই লাখ টাকা আনার চাপ দেওয়া শুরু করেন নুরুজ্জামান। এতে মৌসুমী অস্বীকৃতি জানালে করা হতো নির্যাতন। সর্বশেষ গত শনিবার সকালে ব্যবসা করার জন্য মৌসুমীকে তাঁর বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ দুই লাখ টাকা আনতে বলেন। এতে মৌসুমী রাজি না হলে তাঁকে বেদম মারধর করেন নুরুজ্জামান। মারধরে সহায়তা করেন দেবর রোকন, শ্বশুর মজির উদ্দিন ও শাশুড়ি রুপালী বেগম। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন মৌসুমীকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মারধরের ঘটনায় গতকাল রোববার রাতে মৌসুমী বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী নুরুজ্জামান, দেবর, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানিয়েছে তারাগঞ্জ থানা-পুলিশ।
গৃহবধূ মৌসুমী আক্তার বলেন, ‘বিয়ের সময় স্বামীকে দেড় লাখ নগদ টাকা আর ঘরের আসবাবপত্র দেন বাবা। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতেই আরও দুই লাখ টাকা আনতে চাপ দেন স্বামী। আমি রাজি না হওয়ায় প্রায় মারধর করতেন। শনিবার সকালে তো মেরেই ফেলত। আল্লাহ সহায় ছিল বলে বেঁচে গেছি।’
থানা হাজতে থাকার সময় নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সামান্য বিষয়ে কথাকাটাকাটি হওয়ায় একটু থাপ্পড় মেরেছি। এটা ভুল বোঝাবুঝি।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘নির্যাতনের শিকার গৃহবধূ থানায় আসার সঙ্গে সঙ্গে মামলা নথিভুক্ত করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে