ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয় ভারত সরকার। কিন্তু দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও তা রোগী বহনের কাজে ব্যবহারের হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অ্যাম্বুলেন্সে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তা নেই, ফলে এর ব্যবহার নিয়ে বেড়েছে জটিলতা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সটি চলতি বছরের মার্চ মাসে হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে। দীর্ঘ ৯ মাসেও অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের কাজে আসেনি। এটি হাসপাতালে গ্যারেজে রাখা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি জনসাধারণের ব্যবহারের জন্য। অথচ মাসের পর মাস পড়ে আছে। এতে সুফল পাচ্ছেন না তাঁরা। এমনকি জরুরি প্রয়োজনেও তা পাচ্ছে না কেউ।
অ্যাম্বুলেন্সচালক আনিছুর রহমান বলেন, ‘অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেটর দেওয়া হয়নি। এ কারণে গাড়ি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি ঝাঁকুনিও হয়।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব ইকুইপমেন্ট দরকার তার সবকিছু এতে নেই। আইসিইউর সকল মেশিন ও ভেন্টিলেটর দেওয়া হয়নি। অন্যদিকে এটি ব্যবহারের দিক নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুই দফা চিঠি পাঠানো হয়েছে।
ফিরোজ জামান বলেন, কর্তৃপক্ষের দিক নির্দেশনা না আসায় এটি ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতেও আলোচনা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পেলে স্থানীয় ব্যবস্থাপনায় মিটিংয়ে ভাড়া নির্ধারণ করে চালানোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা থাকার কথা তা না থাকায় এর ভাড়া নির্ধারণ নিয়েও বেড়েছে জটিলতা। এত ভাড়া বহন করে আংশিক সেবা নিয়ে রোগীদের জন্য লাভ জনক হবে না বলেও জানান এই পরিচালক।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে