প্রতিনিধি, ডোমার (নীলফামারী)

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ২৮ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সংগঠনটির ৩০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক দু’জনের জামিন মঞ্জুর করে ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ওই ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়।
আদালত সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন হামিদের মোড় নামক স্থানে ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতা–কর্মীরা গোপন বৈঠককে বসে। এমন খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে।
এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/ ২০১৩) এর ৬ (২) এর ঈ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ জন আসামির মধ্যে ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ পলাতক ছিলেন। এদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুজনের জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ২৮ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সংগঠনটির ৩০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক দু’জনের জামিন মঞ্জুর করে ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ওই ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়।
আদালত সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন হামিদের মোড় নামক স্থানে ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতা–কর্মীরা গোপন বৈঠককে বসে। এমন খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে।
এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/ ২০১৩) এর ৬ (২) এর ঈ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ জন আসামির মধ্যে ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ পলাতক ছিলেন। এদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুজনের জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে