গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়ায় বাড়ছে তিস্তার পানি। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ (৬টার পর) সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
তিস্তায় পানি বাড়ায় স্থানীয় লোকজন গরু, ছাগল, হাঁস, মুরগি ও তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। তলিয়ে গেছে রোপণ করা ধানের বীজতলা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, আজ সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। দুপুর ১২টায় কমে ৫২ দশমিক ২৮, ৩টায় আবারও বেড়ে ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬টার পর বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ দুপুরে সরেজমিন দেখা গেছে, তিস্তার পানি বাড়ায় গঙ্গাচড়া উপজেলার মটুকপুর, চিলাখাল, বিনবিনা, চর নোহালী, ছালাপাক আলালের চর, ইশোরকোল, খলাইয়ের চর, কাশিয়াবাড়ীর চর, ইচলি, চল্লিশসাল চরে বসবাসকারী পরিবারগুলো ফের পানিবন্দী হয়ে পড়েছেন।
চল্লিশসাল গ্রামের বাসিন্দা কান্দুরা মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকেও পানি একটু কম ছিল। আজ সকাল থাকি পানির চাপটা একটু বেশি বাড়ছে। এ জন্য চরে মধ্যে থাকা পরিবারগুলো গরু, ছাগল নিয়া নৌকাত করি উঁচু জায়গাত আসিবার লাগতেছে।’
এ সময় বাগেরহাট এলাকার সাইয়েদুল ইসলাম বলেন, ‘হামারগুলার বাপদাদার ভিটামাটি সবকিছুই নদীরপারত এই জন্যেতে কপালে না আটি পরি আছি এই নদীর পারত। এত কিছু নদী শাসন নিয়ে মিছিল মিটিং কর্ণ যদি নদীটা শাসন করি দেয় সরকার; তা কই নদী শাসনের কিছুই দেখি চোল না।’
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, তিস্তার পানি প্রবাহ সকাল থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। ব্যারেজ রক্ষার্থে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়ায় বাড়ছে তিস্তার পানি। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ (৬টার পর) সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
তিস্তায় পানি বাড়ায় স্থানীয় লোকজন গরু, ছাগল, হাঁস, মুরগি ও তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। তলিয়ে গেছে রোপণ করা ধানের বীজতলা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, আজ সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। দুপুর ১২টায় কমে ৫২ দশমিক ২৮, ৩টায় আবারও বেড়ে ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬টার পর বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ দুপুরে সরেজমিন দেখা গেছে, তিস্তার পানি বাড়ায় গঙ্গাচড়া উপজেলার মটুকপুর, চিলাখাল, বিনবিনা, চর নোহালী, ছালাপাক আলালের চর, ইশোরকোল, খলাইয়ের চর, কাশিয়াবাড়ীর চর, ইচলি, চল্লিশসাল চরে বসবাসকারী পরিবারগুলো ফের পানিবন্দী হয়ে পড়েছেন।
চল্লিশসাল গ্রামের বাসিন্দা কান্দুরা মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকেও পানি একটু কম ছিল। আজ সকাল থাকি পানির চাপটা একটু বেশি বাড়ছে। এ জন্য চরে মধ্যে থাকা পরিবারগুলো গরু, ছাগল নিয়া নৌকাত করি উঁচু জায়গাত আসিবার লাগতেছে।’
এ সময় বাগেরহাট এলাকার সাইয়েদুল ইসলাম বলেন, ‘হামারগুলার বাপদাদার ভিটামাটি সবকিছুই নদীরপারত এই জন্যেতে কপালে না আটি পরি আছি এই নদীর পারত। এত কিছু নদী শাসন নিয়ে মিছিল মিটিং কর্ণ যদি নদীটা শাসন করি দেয় সরকার; তা কই নদী শাসনের কিছুই দেখি চোল না।’
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, তিস্তার পানি প্রবাহ সকাল থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। ব্যারেজ রক্ষার্থে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৪ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
১৯ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২২ মিনিট আগে