ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।
পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।
আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’
এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।
পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।
আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’
এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগে