রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার রেশ ধরে সংঘটিত তিন খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়ায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির রংপুর জোনের পুলিশ সুপার আতাউর রহমান।
পুলিশ সুপার জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। বিষয়টি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মেনে নিতে পারেননি। তখন থেকেই তাঁকে হত্যা করার পরিকল্পনা শুরু করেন। নির্বাচনের দীর্ঘদিন পরে চলতি বছরের ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করা হয়। আজিজুল ইসলাম দৌড়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর আজিজুল ইসলামের সমর্থক রেয়াজুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড দুটি দেখে ফেলায় নিহত আজিজুল ইসলামের ভাতিজি ১১ বছরের শিশু মোনালিসাকে ঘটনার ৪ মাস পর হত্যা করা হয়।
পুলিশ সুপার আতাউর রহমান জানান, আসামি শফিকুল ইসলামকে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় বেশ কজন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শফিকুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১৩টি বল্লম, দুটি ছোড়া ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান হয়।

রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার রেশ ধরে সংঘটিত তিন খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়ায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির রংপুর জোনের পুলিশ সুপার আতাউর রহমান।
পুলিশ সুপার জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। বিষয়টি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মেনে নিতে পারেননি। তখন থেকেই তাঁকে হত্যা করার পরিকল্পনা শুরু করেন। নির্বাচনের দীর্ঘদিন পরে চলতি বছরের ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করা হয়। আজিজুল ইসলাম দৌড়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর আজিজুল ইসলামের সমর্থক রেয়াজুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড দুটি দেখে ফেলায় নিহত আজিজুল ইসলামের ভাতিজি ১১ বছরের শিশু মোনালিসাকে ঘটনার ৪ মাস পর হত্যা করা হয়।
পুলিশ সুপার আতাউর রহমান জানান, আসামি শফিকুল ইসলামকে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় বেশ কজন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শফিকুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১৩টি বল্লম, দুটি ছোড়া ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান হয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে