গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ বুধবার রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান।
এর আগে গত সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মশিউর খন্দকার ও এক কিশোর কিছুদিন ধরে ওই শিশুটির আশপাশে ঘোরাফেরা করত। এরই একপর্যায়ে সোমবার বিকেলে শিশুটি বসতবাড়িতে খেলাধুলা করছিল। এ সময় মশিউর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে মশিউর খন্দকার, মনি মিয়া ও তার কিশোর ভাই শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির গোঙানির শব্দে স্থানীয়রা টের পান। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির বাবা বলেন, ‘এ ঘটনা কাউকে না জানানোর জন্য কিশোরের ভাই মনি মিয়া মারধর ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তারা এলাকায় খুব প্রভাবশালী। মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।’ এ বিষয়ে জানতে মনি মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। শিশুটিকে স্বজনেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধা সদর উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ বুধবার রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান।
এর আগে গত সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মশিউর খন্দকার ও এক কিশোর কিছুদিন ধরে ওই শিশুটির আশপাশে ঘোরাফেরা করত। এরই একপর্যায়ে সোমবার বিকেলে শিশুটি বসতবাড়িতে খেলাধুলা করছিল। এ সময় মশিউর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে মশিউর খন্দকার, মনি মিয়া ও তার কিশোর ভাই শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির গোঙানির শব্দে স্থানীয়রা টের পান। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির বাবা বলেন, ‘এ ঘটনা কাউকে না জানানোর জন্য কিশোরের ভাই মনি মিয়া মারধর ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তারা এলাকায় খুব প্রভাবশালী। মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।’ এ বিষয়ে জানতে মনি মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। শিশুটিকে স্বজনেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে