Ajker Patrika

মাছ চুরির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২৩: ১৪
মাছ চুরির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের বটতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজিবপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিজল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান তারেক। তিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি স্থানীয় একটি মাদ্রাসার অফিস সহকারী হিসেবে চাকরিরত।

তাঁর বিরুদ্ধে অন্যের পুকুর থেকে সংঘবদ্ধভাবে মাছ চুরির অভিযোগ পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার বাদীর পরিচয় জানাতে পারেনি।

মেহেদীর বড় ভাই আরিফ বলেন, ‘মেহেদীকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে ধারণা করছি, বিশেষ অভিযানের নামে গ্রেপ্তার করা হয়েছে। আমরা থানায় গেলে পুলিশ বলেছে পরে আসতে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম বলেন, ‘সাবেক সাধারণ সম্পাদক মেহেদী ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। সোমবার সন্ধ্যার পর তার বাড়ির পাশের বটতলা বাজারে তিনি চা খেতে আসলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। তার বিরুদ্ধে কী অভিযোগ তা আমাদের জানা নেই।’

এসআই সহিজল বলেন, ‘মেহেদীকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগ রয়েছে।’

মামলার বাদীর পরিচয় জানতে চাইলে তা জানাতে অপারগতা জানান থানার দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। এ মামলায় আজ সোমবার রাত ৯টা পর্যন্ত অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

এলপি গ্যাসের সংকট একটি সংকেতমাত্র

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত