এস এম আরিফ-উজ-জামান

দেশে ১৯৭১ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হলেও রংপুর ছিল ব্যতিক্রম। মূলত সারা দেশে যুদ্ধ শুরু হওয়ার আগেই রংপুরে যুদ্ধ শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা পাকিস্তান সরকারের শাসন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের মানুষ ছিল সুসংগঠিত। তারা প্রতিরোধের আগুনে ফুঁসতে থাকে। এমন পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আগে ৩ মার্চ রংপুর শহরে মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। সেই মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় ১২ বছরের শংকু সমজদার। স্বাধীনতার গণ-আন্দোলন-সংগ্রামের প্রথম শহীদ বলা হয় শংকুকে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জানা গেছে, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী সারা দেশে বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। কিন্তু এর এক দিন আগেই রংপুরে মুক্তিযুদ্ধ শুরু হয়। ২৪ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক ডিভিশনের পাঞ্জাবি ক্যাপ্টেনসহ তিন জওয়ানকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু করে রংপুরের মানুষ। এদিন রংপুর শহরের উপকণ্ঠের নিসবেতগঞ্জ এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি জিপ গাড়িতে হামলা করে অস্ত্র ছিনিয়ে নিয়ে আব্বাসী নামে সেনাসদস্যকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন স্থানীয় শাহেদ আলী নামের এক যুবক। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহরে। বাড়তে থাকে পাকিস্তানি সেনাদের ক্রোধ আর প্রতিশোধের মহড়া। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী সিরিজ হত্যাযজ্ঞ চালাতে থাকে।
এ ঘটনায় মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। যেন মুক্তিযুদ্ধ শুরুর আগেই রংপুরে যুদ্ধ শুরু করেছিল মুক্তিকামী দামাল ছেলেরা। সেই যুদ্ধের অংশ হিসেবে রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের ছক তৈরি করে স্থানীয় সাহসী জনতা। ছক অনুযায়ী ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের আগের দিন, অর্থাৎ ২৭ মার্চ পাকিস্তানি সৈন্যরা রংপুর ইপিআর ক্যাম্পে হানা দিয়ে বাঙালি জোয়ানদের গ্রেপ্তার করে এবং তাঁদের সব অস্ত্র ক্যান্টনমেন্টে নিয়ে যায়। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের জন্য বিশাল গাড়িবহর নিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চলে। তবু দমে যায়নি রংপুরের স্বাধীনতাকামী মানুষ। ২৮ মার্চ বাঁশের লাঠি, তির-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে ইতিহাসের জন্ম দেয় বীর বাঙালি।
তথ্যসূত্র: রংপুর বিভাগীয় কমিশনারের ওয়েবসাইট ও কয়েকজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে পাওয়া। লেখক: সাধারণ সম্পাদক, সারথি নাট্য সম্প্রদায়, রংপুর।

দেশে ১৯৭১ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হলেও রংপুর ছিল ব্যতিক্রম। মূলত সারা দেশে যুদ্ধ শুরু হওয়ার আগেই রংপুরে যুদ্ধ শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা পাকিস্তান সরকারের শাসন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের মানুষ ছিল সুসংগঠিত। তারা প্রতিরোধের আগুনে ফুঁসতে থাকে। এমন পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আগে ৩ মার্চ রংপুর শহরে মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। সেই মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় ১২ বছরের শংকু সমজদার। স্বাধীনতার গণ-আন্দোলন-সংগ্রামের প্রথম শহীদ বলা হয় শংকুকে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জানা গেছে, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী সারা দেশে বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। কিন্তু এর এক দিন আগেই রংপুরে মুক্তিযুদ্ধ শুরু হয়। ২৪ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক ডিভিশনের পাঞ্জাবি ক্যাপ্টেনসহ তিন জওয়ানকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু করে রংপুরের মানুষ। এদিন রংপুর শহরের উপকণ্ঠের নিসবেতগঞ্জ এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি জিপ গাড়িতে হামলা করে অস্ত্র ছিনিয়ে নিয়ে আব্বাসী নামে সেনাসদস্যকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন স্থানীয় শাহেদ আলী নামের এক যুবক। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহরে। বাড়তে থাকে পাকিস্তানি সেনাদের ক্রোধ আর প্রতিশোধের মহড়া। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী সিরিজ হত্যাযজ্ঞ চালাতে থাকে।
এ ঘটনায় মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। যেন মুক্তিযুদ্ধ শুরুর আগেই রংপুরে যুদ্ধ শুরু করেছিল মুক্তিকামী দামাল ছেলেরা। সেই যুদ্ধের অংশ হিসেবে রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের ছক তৈরি করে স্থানীয় সাহসী জনতা। ছক অনুযায়ী ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের আগের দিন, অর্থাৎ ২৭ মার্চ পাকিস্তানি সৈন্যরা রংপুর ইপিআর ক্যাম্পে হানা দিয়ে বাঙালি জোয়ানদের গ্রেপ্তার করে এবং তাঁদের সব অস্ত্র ক্যান্টনমেন্টে নিয়ে যায়। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের জন্য বিশাল গাড়িবহর নিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চলে। তবু দমে যায়নি রংপুরের স্বাধীনতাকামী মানুষ। ২৮ মার্চ বাঁশের লাঠি, তির-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে ইতিহাসের জন্ম দেয় বীর বাঙালি।
তথ্যসূত্র: রংপুর বিভাগীয় কমিশনারের ওয়েবসাইট ও কয়েকজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে পাওয়া। লেখক: সাধারণ সম্পাদক, সারথি নাট্য সম্প্রদায়, রংপুর।

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
২ মিনিট আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১৬ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
২৮ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
৩১ মিনিট আগে