নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের ৪১ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা যুবদল নেতা মো. শামিম শাহ আলম তমু। মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শ জনকে আসামি করা হয়েছে।’
আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মাহাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এজাহারে বাদী অভিযোগ করেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওই সময় উল্লিখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর হামলা চালান। বেলা সাড়ে ৩টার দিকে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান এলিন এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে।
এ সময় বাদীকে না পেয়ে তাঁরা স্থান ত্যাগের সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। অগ্নিকাণ্ডে বাদীর দুটি মাইক্রোবাস ও ব্যবসাপ্রতিষ্ঠানের জিম্মায় থাকা অপর একটি ব্যক্তিগত কার পুড়ে যায়।
এসব ঘটনায় ২ লাখ ৭৫ হাজার টাকার আসবাব, ২ লাখ ৫২ হাজার ৭০০ টাকার যন্ত্রাংশ, ৫০ লাখ ২০ হাজার টাকা মূল্যের তিনটি গাড়িসহ মোট ৫৫ লাখ ৪৭ হাজার ৭০০ টাকার ক্ষয়ক্ষতির কথা মামলায় উল্লেখ করা হয়।

নীলফামারীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের ৪১ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা যুবদল নেতা মো. শামিম শাহ আলম তমু। মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শ জনকে আসামি করা হয়েছে।’
আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মাহাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এজাহারে বাদী অভিযোগ করেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওই সময় উল্লিখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর হামলা চালান। বেলা সাড়ে ৩টার দিকে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান এলিন এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে।
এ সময় বাদীকে না পেয়ে তাঁরা স্থান ত্যাগের সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। অগ্নিকাণ্ডে বাদীর দুটি মাইক্রোবাস ও ব্যবসাপ্রতিষ্ঠানের জিম্মায় থাকা অপর একটি ব্যক্তিগত কার পুড়ে যায়।
এসব ঘটনায় ২ লাখ ৭৫ হাজার টাকার আসবাব, ২ লাখ ৫২ হাজার ৭০০ টাকার যন্ত্রাংশ, ৫০ লাখ ২০ হাজার টাকা মূল্যের তিনটি গাড়িসহ মোট ৫৫ লাখ ৪৭ হাজার ৭০০ টাকার ক্ষয়ক্ষতির কথা মামলায় উল্লেখ করা হয়।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে