গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরে গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অফিস সহায়কের বেতনের টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। এতে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহকারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।
গতকাল বুধবার মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। এর আগে বকেয়া বেতনের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে।
গত ১৪ নভেম্বর অর্থ আত্মসাতের ঘটনায় রংপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন অফিস সহায়ক মিনু মাই। এর আগে এ ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘ঝাড়ুদারের বেতনের সাড়ে ৩ লাখ টাকা মেরে দিলেন দুই কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের ঘটনায় রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অফিস সহায়ক মিনু মাইয়ের বকেয়া বেতনের টাকা আত্মসাতের ঘটনার সত্যতা মেলে। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মহাপরিচালকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।
গত সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামানের সই করা চিঠিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অফিস সহায়কের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের ঘটনায় সহযোগিতা করা এবং বিষয়টি গোপন রাখার কারণে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে মহাপরিচালক বরাবর লিখিতভাবে চাওয়া হয়েছে। এর আগে গত ৫ মে যুব উন্নয়ন কর্মকর্তাকে শোকজ করা হয়।

রংপুরে গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অফিস সহায়কের বেতনের টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। এতে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহকারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।
গতকাল বুধবার মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। এর আগে বকেয়া বেতনের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে।
গত ১৪ নভেম্বর অর্থ আত্মসাতের ঘটনায় রংপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন অফিস সহায়ক মিনু মাই। এর আগে এ ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘ঝাড়ুদারের বেতনের সাড়ে ৩ লাখ টাকা মেরে দিলেন দুই কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের ঘটনায় রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অফিস সহায়ক মিনু মাইয়ের বকেয়া বেতনের টাকা আত্মসাতের ঘটনার সত্যতা মেলে। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মহাপরিচালকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।
গত সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামানের সই করা চিঠিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অফিস সহায়কের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের ঘটনায় সহযোগিতা করা এবং বিষয়টি গোপন রাখার কারণে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে মহাপরিচালক বরাবর লিখিতভাবে চাওয়া হয়েছে। এর আগে গত ৫ মে যুব উন্নয়ন কর্মকর্তাকে শোকজ করা হয়।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৫ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে