Ajker Patrika

অবৈধ পথে ভারত যাওয়া ১০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
অবৈধ পথে ভারত যাওয়া ১০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

অবৈধ পথে ভারত যাওয়া ১০ বাংলাদেশি নাগরিককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কাজের সন্ধানে তারা ২০১৬ সালে ভারতের দিল্লিতে গিয়েছিল। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এসএম তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সোমবার দুপুরে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর ১৯২ বিএসএফ বাংলাদেশি ওই ১০ নাগরিককে ভূরুঙ্গামারীর পশ্চিম ভোটহাট এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৮ এর সাব পিলার ১০ এর কাছাকাছি স্থানে হস্তান্তর করে। পরে বিকেল ৫টার দিকে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

অবৈধ পথে ভারত যাওয়া ওই নাগরিকেরা হলেন নাগেশ্বরী উপজেলার আব্দুল মান্নান (৬০), খোতেজা (৫৫), শহীদুল ইসলাম (২৭), জেলেখা খাতুন (২৫) ও সুমাইয়া খাতুন (৫) এবং ফুলবাড়ি উপজেলার আমিনুল ইসলাম (৪০), আমিনা খাতুন (৩৫), আরিফা (১৫), আরমান আলী (৫) ও হাফিজুল ইসলাম (১৭)।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বাগভান্ডার বিজিবি বিকেলে বাংলাদেশি ১০ নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত