কাউনিয়া, রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় একটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধাবঞ্চিত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘সুবিধাবঞ্চিত মৎস্যজীবীর’ ব্যানারে একদল মৎস্যজীবী সরকারি বিল ইজারা নিয়ে তাদের সুবিধাবঞ্চিত করার অভিযোগ তুলে ওই সমিতির নিবন্ধন বাতিলের দাবি করেছেন।
উপজেলা পরিষদের সামনে দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ ও কতিপয় লোকজন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে এবং মৎস্যজীবীদের নাম দিয়ে নেপ্তিডাঙ্গা ও হকুডাঙ্গাপাড় মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন করেন। ৯ বছর ধরে এ পর্যন্ত তাঁরা সরকারি দুটি বিল ইজারা নেয়। দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ নিজেই মাছ চাষ করে আসছেন। আর এতে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই বেআইনি কার্যক্রম পরিচালনায় উপজেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা জড়িত।
তারা আরও বলেন, আমরা সুবিধাবঞ্চিত মৎস্যজীবীরা বেআইনি কার্যক্রম পরিচালিত এ সমবায় সমিতির নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন—সারাই ইউনিয়নের সাবেক সদস্য আফছার আলী, মৎস্যজীবী আমির হামজা, আলিফ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।
তবে অভিযোগের বিষয়ে বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়েও তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মৎস্যজীবী সমবায় সমিতির বেআইনি কার্যক্রম পরিচালনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় বিল ইজারা অনলাইন করতে মৎস্যজীবী সমিতিকে সহযোগিতা করা হয়। তবে ওই সমিতির সদস্যদের মধ্যে বিরোধ থাকায় তাঁরা বিভিন্ন অভিযোগ করেছেন।’

রংপুরের কাউনিয়ায় একটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধাবঞ্চিত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘সুবিধাবঞ্চিত মৎস্যজীবীর’ ব্যানারে একদল মৎস্যজীবী সরকারি বিল ইজারা নিয়ে তাদের সুবিধাবঞ্চিত করার অভিযোগ তুলে ওই সমিতির নিবন্ধন বাতিলের দাবি করেছেন।
উপজেলা পরিষদের সামনে দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ ও কতিপয় লোকজন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে এবং মৎস্যজীবীদের নাম দিয়ে নেপ্তিডাঙ্গা ও হকুডাঙ্গাপাড় মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন করেন। ৯ বছর ধরে এ পর্যন্ত তাঁরা সরকারি দুটি বিল ইজারা নেয়। দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ নিজেই মাছ চাষ করে আসছেন। আর এতে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই বেআইনি কার্যক্রম পরিচালনায় উপজেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা জড়িত।
তারা আরও বলেন, আমরা সুবিধাবঞ্চিত মৎস্যজীবীরা বেআইনি কার্যক্রম পরিচালিত এ সমবায় সমিতির নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন—সারাই ইউনিয়নের সাবেক সদস্য আফছার আলী, মৎস্যজীবী আমির হামজা, আলিফ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।
তবে অভিযোগের বিষয়ে বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়েও তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মৎস্যজীবী সমবায় সমিতির বেআইনি কার্যক্রম পরিচালনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় বিল ইজারা অনলাইন করতে মৎস্যজীবী সমিতিকে সহযোগিতা করা হয়। তবে ওই সমিতির সদস্যদের মধ্যে বিরোধ থাকায় তাঁরা বিভিন্ন অভিযোগ করেছেন।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে