নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ভবিষ্যতে দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগে যেন পকেট কমিটি না হয় এ কারণে নেতা-কর্মীদের সতর্ক থাকা ও এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক, এমপি।
এমপি শিবলী সাদিক বলেছেন, ‘আমি জীবিত থাকতে দিনাজপুর ৬ আসনে পকেট কমিটি হতে দেব না।’ আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর গ্রেনেড হামলা ও নিহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সভায় বক্তব্যে শিবলী সাদিক এমপি বলেন, ‘কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের পকেট কমিটি করায় পরবর্তীতে সেই ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এবারও পকেট কমিটি করতে আওয়ামী লীগের কতিপয় নেতা তোড়জোড় শুরু করেছে। তাদের অপচেষ্টা রুখে দিয়ে শেখ হাসিনার নির্দেশনা মেনে ভবিষ্যতে ইউনিয়ন কমিটি করতে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ পরিবার থেকে সদস্য নিতে নেতা-কর্মীদের আহ্বান জানাই।’
সেই সঙ্গে গোপনে দলীয় বিশৃঙ্খলাকারীদের সঙ্গে আঁতাতকারীদের ভবিষ্যতে দলীয় সদস্যপদ হারানোর সন্দেহ পোষণ করেন এমপি শিবলী।
রোববার সকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য শিবলী সাদিক ছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, পুটিমারা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ ইউনিয়নের কমিটির সভাপতি ও সম্পাদকেরা।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. একলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবুল বাশার সবুজ, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান শানু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ও মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান জনি, আওয়ামী লীগের শালখুরিয়া ইউনিয়নের আহ্বায়ক মো. নুরুল আমিন ও আ. লীগের গোলাপগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগে যেন পকেট কমিটি না হয় এ কারণে নেতা-কর্মীদের সতর্ক থাকা ও এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক, এমপি।
এমপি শিবলী সাদিক বলেছেন, ‘আমি জীবিত থাকতে দিনাজপুর ৬ আসনে পকেট কমিটি হতে দেব না।’ আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর গ্রেনেড হামলা ও নিহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সভায় বক্তব্যে শিবলী সাদিক এমপি বলেন, ‘কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের পকেট কমিটি করায় পরবর্তীতে সেই ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এবারও পকেট কমিটি করতে আওয়ামী লীগের কতিপয় নেতা তোড়জোড় শুরু করেছে। তাদের অপচেষ্টা রুখে দিয়ে শেখ হাসিনার নির্দেশনা মেনে ভবিষ্যতে ইউনিয়ন কমিটি করতে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ পরিবার থেকে সদস্য নিতে নেতা-কর্মীদের আহ্বান জানাই।’
সেই সঙ্গে গোপনে দলীয় বিশৃঙ্খলাকারীদের সঙ্গে আঁতাতকারীদের ভবিষ্যতে দলীয় সদস্যপদ হারানোর সন্দেহ পোষণ করেন এমপি শিবলী।
রোববার সকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য শিবলী সাদিক ছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, পুটিমারা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ ইউনিয়নের কমিটির সভাপতি ও সম্পাদকেরা।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. একলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবুল বাশার সবুজ, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান শানু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ও মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান জনি, আওয়ামী লীগের শালখুরিয়া ইউনিয়নের আহ্বায়ক মো. নুরুল আমিন ও আ. লীগের গোলাপগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪২ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে