প্রতিনিধি

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) এবং আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের আমজাদ হোসেন ওরফে লেবার আমজাদ তাঁর বাড়ির সেপটিক ট্যাংক খনন করে খোলা রাখেন। ওই ট্যাংকে জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪) মই দিয়ে ট্যাংকে নামার সময় মইটি ভেঙে মিজান ভেতরে পড়ে যান। তাঁদের দুজনকে উদ্ধারের জন্য পরপর ফাহিম মিয়া, শাহীন মিয়া এবং শামীম মিয়া ওই কুয়ায় নামেন। জিম এবং মিজান কাউকেই উদ্ধার করতে না পেরে ফাহিম, শাহীন ও শামীম কুয়া থেকে উঠে আসেন।
পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে জিম ও মিজানকে উদ্ধার করে। তাঁদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিম ও মিজানকে মৃত ঘোষণা করেন।
কাবিলপুর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সেপটিক ট্যাংকে পরে দুজন মারা গেছেন। তাঁদের উদ্ধার করতে যাওয়া তিনজন বেঁচে ফিরেছেন। এদের মধ্যে ফাহিমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর শাহীন ও শামীম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) এবং আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের আমজাদ হোসেন ওরফে লেবার আমজাদ তাঁর বাড়ির সেপটিক ট্যাংক খনন করে খোলা রাখেন। ওই ট্যাংকে জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪) মই দিয়ে ট্যাংকে নামার সময় মইটি ভেঙে মিজান ভেতরে পড়ে যান। তাঁদের দুজনকে উদ্ধারের জন্য পরপর ফাহিম মিয়া, শাহীন মিয়া এবং শামীম মিয়া ওই কুয়ায় নামেন। জিম এবং মিজান কাউকেই উদ্ধার করতে না পেরে ফাহিম, শাহীন ও শামীম কুয়া থেকে উঠে আসেন।
পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে জিম ও মিজানকে উদ্ধার করে। তাঁদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিম ও মিজানকে মৃত ঘোষণা করেন।
কাবিলপুর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সেপটিক ট্যাংকে পরে দুজন মারা গেছেন। তাঁদের উদ্ধার করতে যাওয়া তিনজন বেঁচে ফিরেছেন। এদের মধ্যে ফাহিমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর শাহীন ও শামীম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে