প্রতিনিধি, বোদা (পঞ্চগড়)

পঞ্চগড়ের বোদায় বাঘের ছানা ভেবে একটি বনবিড়ালের ছানা আটক করেছে কয়েকজন যুবক। গত সোমবার বিকেলে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গফিপাড়া এলাকা থেকে এটি আটক করা হয়। পরে ছানাটি স্থানীয় ডানাকাটা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ডানাকাটা ক্যাম্পের কমান্ডার সুবেদার কামরুজ্জামান বনবিড়ালের ছানাটি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, এটি ভারতীয় একটি চা–বাগান থেকে বের হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে গফিপাড়ার কয়েক যুবক বাঘের ছানা ভেবে সেটিকে আটক করে। পরে জানা যায় এটি বাঘের ছানা নয়; বনবিড়াল।
বিজিবি জানায়, আটক ছানাটির ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে উদ্ধার হওয়া ছানাটি পঞ্চগড় প্রাণিসম্পদ অধিদপ্তরে চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ছানাটির ওজন ১২ কেজি হবে বলেও তিনি জানান।
বোদা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান জানান, `আমি ছবি দেখেছি। উদ্ধারের পরে আমার কাছে ফোন এসেছে। উক্ত ইউনিয়ন ও পঞ্চগড় সদর উপজেলা কাছে হওয়ায় সেখানে নেওয়ার পরামর্শ দিয়েছি। আটক ছানাটি স্থানীয়ভাবে বাগডাশ নামে পরিচিত।'
অবসরপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ইমাম হোসেন রনি জানান, বনজঙ্গল কেটে ফেলায় প্রাণীটি সচরাচর চোখে পড়ে না। দিনদিন এরা এ অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে। একসময় প্রচুর ঝোপঝাড় থাকায় বাড়ির আশপাশেও এর দেখা মিলত। তবে এরা কারও ক্ষতি করে না।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, `আটক বনবিড়ালের ছানাটি উদ্ধারের খবর আমি পেয়েছি। আমি এটির সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। পরে সেটি পঞ্চগড় প্রাণিসম্পদ অফিসে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে বন বিভাগ কর্তৃপক্ষ নিজেদের কাছে নেয়। বন বিড়ালটি সুস্থ হলে আবার অবমুক্ত করা হবে।'

পঞ্চগড়ের বোদায় বাঘের ছানা ভেবে একটি বনবিড়ালের ছানা আটক করেছে কয়েকজন যুবক। গত সোমবার বিকেলে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গফিপাড়া এলাকা থেকে এটি আটক করা হয়। পরে ছানাটি স্থানীয় ডানাকাটা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ডানাকাটা ক্যাম্পের কমান্ডার সুবেদার কামরুজ্জামান বনবিড়ালের ছানাটি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, এটি ভারতীয় একটি চা–বাগান থেকে বের হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে গফিপাড়ার কয়েক যুবক বাঘের ছানা ভেবে সেটিকে আটক করে। পরে জানা যায় এটি বাঘের ছানা নয়; বনবিড়াল।
বিজিবি জানায়, আটক ছানাটির ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে উদ্ধার হওয়া ছানাটি পঞ্চগড় প্রাণিসম্পদ অধিদপ্তরে চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ছানাটির ওজন ১২ কেজি হবে বলেও তিনি জানান।
বোদা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান জানান, `আমি ছবি দেখেছি। উদ্ধারের পরে আমার কাছে ফোন এসেছে। উক্ত ইউনিয়ন ও পঞ্চগড় সদর উপজেলা কাছে হওয়ায় সেখানে নেওয়ার পরামর্শ দিয়েছি। আটক ছানাটি স্থানীয়ভাবে বাগডাশ নামে পরিচিত।'
অবসরপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ইমাম হোসেন রনি জানান, বনজঙ্গল কেটে ফেলায় প্রাণীটি সচরাচর চোখে পড়ে না। দিনদিন এরা এ অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে। একসময় প্রচুর ঝোপঝাড় থাকায় বাড়ির আশপাশেও এর দেখা মিলত। তবে এরা কারও ক্ষতি করে না।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, `আটক বনবিড়ালের ছানাটি উদ্ধারের খবর আমি পেয়েছি। আমি এটির সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। পরে সেটি পঞ্চগড় প্রাণিসম্পদ অফিসে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে বন বিভাগ কর্তৃপক্ষ নিজেদের কাছে নেয়। বন বিড়ালটি সুস্থ হলে আবার অবমুক্ত করা হবে।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে