নীলফামারী প্রতিনিধি

ইপিজেডে চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নীলফামারীতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হামিদ ওরফে আকাশ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর তাহের সরকারের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ সদর উপজেলার চাপড়া সরমজানী এলাকার বাসিন্দা।
সূত্রমতে, উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূ ও যুবতীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে প্রতারক আব্দুল হামিদ ওরফে আকাশ (৩৫)। তারপর তিনি কৌশলে টাকা হাতিয়ে নেন এবং শারীরিক সম্পর্ক তৈরি করেন।
এমনিভাবে চাকরির খোঁজে আসা ভুক্তভোগীর সঙ্গে আকাশের পরিচয় ইপিজেডের মূল ফটকে। তারপর চাকরির নামে ২২ হাজার ও প্রেমের ফাঁদে ফেলে আরও এক লাখ টাকা হাতিয়ে নেন।
সম্প্রতি ভুক্তভোগীকে প্রতারক আকাশ তার ট্রেনিং সেন্টারে আসার জন্য ফোন করেন। পরে ট্রেনিং সেন্টারের একটি কক্ষে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানান, প্রতারক আকাশের বাড়িতে প্রতিদিন নানা বয়সের নারীরা আসেন। এরা সবাই প্রতারণার শিকার। তারাও আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আরমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ‘মামলা দায়েরের পর থেকে আসামি আকাশ আত্মগোপন করায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করা আজ (শুক্রবার) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘আকাশকে গ্রেপ্তারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, চাকরি প্রত্যাশীরা যেন এ রকম প্রতারকের খপ্পরে না পড়ে নিজেই সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক আকাশকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইপিজেডে চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নীলফামারীতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হামিদ ওরফে আকাশ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর তাহের সরকারের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ সদর উপজেলার চাপড়া সরমজানী এলাকার বাসিন্দা।
সূত্রমতে, উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূ ও যুবতীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে প্রতারক আব্দুল হামিদ ওরফে আকাশ (৩৫)। তারপর তিনি কৌশলে টাকা হাতিয়ে নেন এবং শারীরিক সম্পর্ক তৈরি করেন।
এমনিভাবে চাকরির খোঁজে আসা ভুক্তভোগীর সঙ্গে আকাশের পরিচয় ইপিজেডের মূল ফটকে। তারপর চাকরির নামে ২২ হাজার ও প্রেমের ফাঁদে ফেলে আরও এক লাখ টাকা হাতিয়ে নেন।
সম্প্রতি ভুক্তভোগীকে প্রতারক আকাশ তার ট্রেনিং সেন্টারে আসার জন্য ফোন করেন। পরে ট্রেনিং সেন্টারের একটি কক্ষে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানান, প্রতারক আকাশের বাড়িতে প্রতিদিন নানা বয়সের নারীরা আসেন। এরা সবাই প্রতারণার শিকার। তারাও আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আরমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ‘মামলা দায়েরের পর থেকে আসামি আকাশ আত্মগোপন করায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করা আজ (শুক্রবার) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘আকাশকে গ্রেপ্তারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, চাকরি প্রত্যাশীরা যেন এ রকম প্রতারকের খপ্পরে না পড়ে নিজেই সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক আকাশকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে