কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাই আজ সোমবার সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুধু সদস্যপদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।
জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে চেয়ারম্যান ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগের মেয়াদেও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে মেয়াদ শেষে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন সরকার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. জাফর আলী ও মো. শফিকুল ইসলাম মুসল্লি নামে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শফিকুল ইসলাম মুসল্লি জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের বাসিন্দা। পরে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলার নয় উপজেলাকে ৯টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সদস্য পদে ৯ ওয়ার্ডে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে (ভূরুঙ্গামারী) চারজন, ২ নম্বর ওয়ার্ডে (নাগেশ্বরী) চারজন, ৩ নম্বর ওয়ার্ডে (ফুলবাড়ী) দুজন, ৪ নম্বর ওয়ার্ডে (সদর) সাতজন, ৫ নম্বর ওয়ার্ডে (রাজারহাট) পাঁচজন, ৬ নম্বর ওয়ার্ডে (উলিপুর) তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে (চিলমারী) তিনজন, ৮ নম্বর ওয়ার্ডে (রৌমারী) চারজন এবং ৯ নম্বর ওয়ার্ডে (রাজিবপুর) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (১,২ ও ৩ নম্বর ওয়ার্ড) তিনজন, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৪,৫ও ৬ নম্বর ওয়ার্ড) তিনজন এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, আজ সকাল ৯টা থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাই আজ সোমবার সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুধু সদস্যপদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।
জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে চেয়ারম্যান ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগের মেয়াদেও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে মেয়াদ শেষে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন সরকার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. জাফর আলী ও মো. শফিকুল ইসলাম মুসল্লি নামে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শফিকুল ইসলাম মুসল্লি জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের বাসিন্দা। পরে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলার নয় উপজেলাকে ৯টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সদস্য পদে ৯ ওয়ার্ডে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে (ভূরুঙ্গামারী) চারজন, ২ নম্বর ওয়ার্ডে (নাগেশ্বরী) চারজন, ৩ নম্বর ওয়ার্ডে (ফুলবাড়ী) দুজন, ৪ নম্বর ওয়ার্ডে (সদর) সাতজন, ৫ নম্বর ওয়ার্ডে (রাজারহাট) পাঁচজন, ৬ নম্বর ওয়ার্ডে (উলিপুর) তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে (চিলমারী) তিনজন, ৮ নম্বর ওয়ার্ডে (রৌমারী) চারজন এবং ৯ নম্বর ওয়ার্ডে (রাজিবপুর) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (১,২ ও ৩ নম্বর ওয়ার্ড) তিনজন, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৪,৫ও ৬ নম্বর ওয়ার্ড) তিনজন এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, আজ সকাল ৯টা থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে